News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

কলাপাড়ায় নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

পানি 2025-03-13, 11:40pm

human-chain-in-kalapara-to-press-for-saving-rivers-66079e33f19001961f6751bb878243141741887612.jpg

Human chain in Kalapara to press for saving rivers.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একাধিক পরিবেশবাদী সংগঠন। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় আন্ধার মানিক নদী তীরে (হেলিপ্যাড মাঠে)  ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার উদ্যোগে এ কর্মামসুচি পালিত হয়। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজ কর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণে মানবন্ধনে মেজবাহ উদ্দিন মাননু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. সাজিদ মাহমুদ, পরিবেশ কর্মী সৈয়দ রাসেল, সাইদুর রহমান, মোস্তফা জামান সুজন, রাসেল মোল্লা, নাজমুস সাকিব, অমল মূখার্জি প্রমূখ।

এসময় বক্তারা কলাপাড়ার আন্ধারমানিক, রাবনাবাদ, সোনাতলা, খাপড়াভাঙ্গা, এতিমখানা ও চিংগড়িয়া খাল দখল, দূষন প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান। অন্যথায় রমজানের পর নদী ও খাল রক্ষায় বৃহৎ আন্দোলনের ঘোষনা দেয়া হয়। - গোফরান পলাশ