A human chain was staaged in Kalapara on Tuesday for ending encroachment on and pollution of Andharmanik river.
পটুয়াখালী: 'পরিচ্ছন্ন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জালানি বিস্তারে সম্মিলিত প্রয়াসের আহবান আমাদের শক্তি, আমাদের পৃথিবী’- এই স্লোগানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ উপলক্ষ্যে মানববন্ধন করা হয়েছে।
ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিকসহ সকল নদী-খাল, পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে এই মানববন্ধন করা হয়। পরিবেশবাদি সংগঠণ ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ আয়োজনে মঙ্গলবার দুুপুরে আন্ধারমানিক নদীর তীরে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম ও নাজমুস সাকিব প্রমুখ।
বক্তারা আন্ধারমানিক নদী দখল-দূষণ মুক্ত রাখাসহ নদী তীরের সকল অবৈধ স্থাপনা ও ইটভাঁটি অপসারনের দাবি জানান। - গোফরান পলাশ