News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৭ জুয়াড়ী আটক

পুলিশ 2025-05-18, 1:09am

some-alleged-gamblers-were-arrested-from-a-hotel-in-kuakata-on-saturday-37c3579339c740e46ef526329d4f62061747508949.jpg

Some alleed gamblers were arrested from a hotel in Kuakata on Saturday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল  থেকে জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ১৫ হাজার ' টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১৬ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া থেকে তাদের আটক করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, কুয়াকাটার আবাসিক  লাইট হাউস হোটেল' ৩০১ নম্বর কক্ষ ভাড়া নিয়ে জুয়া খেলছিলেন গোরাঙ্গ মন্ডল (৪০), ভজন দাস (৩৭), সজল ঘরামী (৩৬), দীপঙ্কর চক্রবর্তী (৫০), শাহীন শেখ (৫০), নাসির ফরাজী (৪৫), আব্দুল হাই (৫১)‌ আটককৃত জুয়াড়িরা সকলে বরিশাল শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটার আবাসিক হোটেল লাইট হাউসের ৩০১ নম্বর কক্ষ থেকে নগদ ১৫ হাজার ' টাকাসহ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। - গোফরান পলাশ