News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

ভূমধ্যসাগরে ডুবে মৃত ১১ জনের ৩ জন মাদারীপুরের

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-06-19, 8:49pm

afasfasfaf-2edf575c4909973f915d316497452b621718808566.jpg




ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে মৃত ১১ জনের মধ্যে ৩ জন মাদারীপুরের বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুন) লিবিয়া হয়ে ইতালি যাবার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ শিশুসহ ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

এই ১১ জনের মধ্যে মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার, সাব্বিরসহ তিনজন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। তাদের পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছান। এর আগেও একবার ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালি যেতে ব্যর্থ হন তিনি।

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার বলেন, ‘দেশে থাকালীন সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো আলী। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছি না। পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন সংসার চালানো দায় হয়ে পড়বে।’

জানা যায়, আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালি যাত্রা করেন। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম। সময় সংবাদ