News update
  • Nations finalize historic pandemic deal after 3 yrs of talks     |     
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো আরব আমিরাত, চালু কবে?

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-12-24, 5:51pm

c4467a2fa15db2449b4334569663bd0847b2631fb975aa2f-56140e5b72543ef11d35c5ed4f74660d1735041094.jpg




বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। তবে, অনেক দিন ধরেই নতুন ভিসা ইস্যু করছে না দেশটি। যদিও এবার সেই সংকট কাটতে যাচ্ছে।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ভিসা সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। 

দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। 

দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সম্প্রতি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আবদুল্লাহ আল খাসফি আল হামুদি। এ অনুষ্ঠানে তিনি জানান, জানুয়ারি-ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা।

বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশসহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ। কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা সাত-আট লাখের মধ্যে ছিল। এখন ১২ লাখ ছাড়িয়ে গেছে, যা অন্য দেশের তুলনায় সর্বোচ্চ। 

এদিকে, জেল-জরিমানার পরোয়া না করেই জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেছিলেন প্রবাসীরা। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সময়