News update
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-03-06, 4:23pm

retertert-4c4d5d9b3c31062bab32d04cdfd41a3d1741256596.jpg




মালয়েশিয়ার জোহর রাজ্যে ১১ বাংলাদেশিসহ ৭৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জোহর শহরের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী অভিযানে অবৈধ এসব অভিবাসীকে আটক করা হয়। 

বৃহস্পতিবার (৬ মার্চ) জোহর জেআইএম’র পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, বুধবার বিকেল ৩টার দিকে পান্ডান পাইকারী বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগ বৈধ পারমিট ছাড়াই কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযানে ২০টি প্রাঙ্গণ পরিদর্শন ও ৬৬ জন ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ জন বিদেশিকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১২টা ৩০ মিনিটে বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অভিযানে নয়টি দোকানঘর প্রাঙ্গণ পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে ৪০ জনকে তদন্তের জন্য আটক করা হয়েছে।

আটকদের মধ্যে মিয়ানমারের ২১ জন পুরুষ এবং ৯ জন নারী, বাংলাদেশের ১১ জন পুরুষ, পাকিস্তানের দুইজন পুরুষ এবং ইন্দোনেশিয়ার ১১ জন পুরুষ এবং ১৯ জন নারী ও দুইজন ভিয়েতনামী রয়েছেন।

১৮ থেকে ৫৫ বছর বয়সী আটক ব্যক্তিকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করার সন্দেহ রয়েছে। আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।আরটিভি