News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-05-17, 10:31am

3a050717858ec553bf372c977b43b4830807c48b1b2d9e36-c97c03398c4cac0b801c19b8ab47323b1747456283.jpg




মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যা ১৯ মে থেকে শুরু হয়ে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

এই সাধারণ ক্ষমা কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যেতে পারবেন। যেখানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না এবং তাদের সামান্য কিছু জরিমানা দিয়ে মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন।

শুক্রবার (১৬ মে) পুস্পানিতাপুরি পুত্রজায়ার দে সেরি এন্ডন হলে অনুষ্ঠিত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ২০২৪ সালের চমৎকার পরিষেবা পুরস্কার অনুষ্ঠানে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।

এসময় তিনি বলেন, তার মন্ত্রণালয় বিদেশি প্রতিনিধি, নিয়োগকর্তা এবং বিদেশি সম্প্রদায়ের সকল পক্ষকে এই তথ্য ব্যাপকভাবে প্রচার করার এবং শেষ তারিখের আগে দ্রুত অংশগ্রহণের জন্য উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন যাতে করে শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায়।

এই সাধারণ ক্ষমা কর্মসূচির অধীনে, বৈধ পাস ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ওয়ার্ক পারমিটের পাসের মেয়াদ শেষ হওয়ার পরেও অতিরিক্ত সময় থাকার জন্য অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। তবে, পাসের শর্ত লঙ্ঘনের জন্য ৩০০ রিঙ্গিত ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও, আবেদনকারীদের প্রতিটি ইস্যুর জন্য ২০ রিঙ্গিত মূল্যের একটি বিশেষ পাস ফি দিতে হবে এবং ১৮ বছরের কম বয়সি বিদেশি শিশুরা যারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে বা বৈধ পাস ছাড়া দেশে আনা হয়েছে তাদের কম্পাউন্ড থেকে অব্যাহতি দেয়া হবে, তবে তাদের একই বিশেষ পাস ফি দিতে হবে।

দেশের আইনের শাসন ও নিরাপত্তা জোরদার করার অঙ্গীকারের  সঙ্গে সঙ্গতি রেখে, তার মন্ত্রণালয় দেশে অবৈধ অভিবাসীদের নির্মূলের প্রচেষ্টায় কোনো আপস করবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। সময়।