News update
  • UN Chief Calls for Urgent Climate, AI and Global Reform     |     
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     
  • Sunamganj’s age-old boat market dull as normal floods rare     |     
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     

মালয়েশিয়ায় শপিংমলে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ আটক ১৪৩

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-05-17, 11:55pm

45e6ffc4ca1bc518ad6941939a172c238ac2e53f8a099c7d-121483c912512e4252f9ee1073eb61a11747504528.jpg




মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শনিবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে কুয়ালালামপুরের পারতামা শপিংমলে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) জাফর এমবক তাহা জানিয়েছেন, এই অভিযানে ৯৬৪ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৪৩ জন অবৈধ অভিবাসীকে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।

এদের মধ্যে ৫৬ জন ইন্দোনেশিয়ার, ২৬ জন বাংলাদেশি, ১০ জন ভারত, ১০ জন মিয়ানমার, তিনজন নেপাল, ৩২ জন পাকিস্তান, চারজন সিরিয়া এবং একজন করে চীন ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ১১০ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন।

আটককৃতদের সবার বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে এবং বর্তমানে তাদের বিস্তারিত তদন্তের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

এই অভিযানে পুত্রজায়ার ইমিগ্রেশন সদর দফতরের বিভিন্ন পদমর্যাদার ১০৬ জন কর্মকর্তা অংশ নিয়েছিলেন।

এদিকে, মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যা ১৯ মে থেকে শুরু হয়ে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সময়।