News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ওমরাহ-ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-06-10, 6:38pm

5e4d805594fab0d44208bf3df5e413ea293ca06f29b66f15-71c027e0a1781907c75bd73302646f0e1749559080.jpg




হজ মৌসুমকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করলো সৌদি সরকার। এর মধ্যে রয়েছে ওমরাহ ভিসা এবং প্রবাসীদের জন্য বহুল প্রতীক্ষিত দীর্ঘমেয়াদী ফ্যামিলি ভিজিট ভিসা।

সৌদি সরকার জানিয়েছে, মঙ্গলবার (১০ জুন) থেকে কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত। 

পবিত্র হজ পালনকে কেন্দ্র করে গত জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয় সৌদি আরবের ভিসা কার্যক্রম। এতে সাময়িকভাবে বিপাকে পড়েন অনেক প্রবাসী। সেইসঙ্গে ওমরাহ পালনে ভ্রমণেচ্ছুক মুসল্লিরা ভিসার জন্য আবেদন করতে পারেননি।

তবে সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করলো সৌদি সরকার। এতে, হাজার হাজার বাংলাদেশিসহ প্রবাসী পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি। 

ওমরাহ পালনে আগ্রহীদের জন্য অনুমোদিত এজেন্সিগুলো এরইমধ্যে নতুন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে।

সৌদি সরকারের এই সিদ্ধান্তে দেশটির পর্যটন শিল্প ও অর্থনীতির চাকা আরও গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। উপকৃত হবেন বিশ্বের নানা প্রান্তে থাকা লাখো প্রবাসী।