News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ক্যাঙ্গারুর সাথে গাড়ির ধাক্কা, বাংলাদেশি শিক্ষার্থীর অকাল মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-07-13, 5:59am

5853ea5d8d0986ea70dd57fbff69ad6f0bc5d52fd09d8fe7-5160fd1f7bba9dee7be44bdc5f5df1dd1752364796.jpg




অস্ট্রেলিয়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) রাত ৩:৪৫ মিনিটে দক্ষিণ অস্ট্রেলিয়ার এডিলেড শহরের অদূরে দুর্ঘটনাটি ঘটে। চলন্ত প্রাইভেট কারে এসে ধাক্কা দেয় একটি ক্যাঙ্গারু।

এতে বাংলাদেশি শিক্ষার্থী সায়েদ প্রত্যয়ের (২০) মর্মান্তিক মৃত্যু হয়। সাথে তার দুই বন্ধু মারাত্মক আহত হয়েছে। তারা এখন চিকিৎসাধীন আছে।

জানা গেছে, রাতে ঘন কুয়াশা ছিল। অন্ধকার হাইওয়েতে জঙ্গল থেকে হটাৎ সামনে চলে আসে একটি ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুটিকে বাঁচাতে গিয়ে ঘটে দুর্ঘটনা।

দুর্ঘটনার পর প্রত্যয়ের দুই বন্ধুর একজনের মোবাইলের ইমার্জেন্সি এলার্টের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা প্রত্যয়কে মৃত অবস্থায় পায় এবং বাকি দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যয় একা পেছনের সিটে বসা ছিলেন। দুর্ঘটনায় গাড়ির পেছনের অংশ ভেঙে যাওয়ায় ভেতরে চাপা পড়েন তিনি। দ্রুত গতির গাড়ি থামাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে গড়িয়ে পাশের ঢালু জমিতে গিয়ে পড়ে।

প্রত্যয় চলতি বছরের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পাড়ি জমান। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ছিলেন তিনি।