News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

কলকাতা বিমানবন্দরে কাঁচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা, বাংলাদেশি গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-08-02, 5:18pm

img_20250802_171433-5e7db4caed74003242240e64e18642381754133486.jpg




ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসার চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২ আগস্ট) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হযেছে,  শুক্রবার (১ আগস্ট) এক বাংলাদেশি বিমানবন্দরের ট্রানজিট টার্মিনালের একটি গ্লাস ভাঙচুরের চেষ্টা চালান। ওই সময় সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। আটক বাংলাদেশির নাম মোহাম্মদ আশরাফুল। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন তিনি। তার একটি কানেকটিং ফ্লাইটে করে ঢাকায় আসার কথা ছিল। কলকাতায় পৌঁছে তিনি বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি টার্মিনালের কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা আশরাফুলকে আটক করেন। তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ তৈরি হয়।

সিআইএসএফের সদস্যরা পরবর্তীতে তাকে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করে। এরপর বিধানগর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। তার বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে