News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

লিগস কাপ থেকে মেসিহীন মায়ামির বিদায়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-08-14, 11:13am

retewtwet-7c144dc6e0c820310677ba25693c5b5d1723612434.jpg




আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়া সময়টা মোটেও ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। গত বছর যে লিগস কাপ দিয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল দলটি, এবার সেই লিগস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো টাটা মার্টিনো শিষ্যদের। যা দলটির জন্য বড় ধাক্কাই বটে।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মায়ামি। বল পজিশন কিংবা গোল অভিমুখে শট, সবক্ষেত্রেই এগিয়ে ছিল কলম্বাস।

ম্যাচ হারলেও ম্যাচের দশম মিনিটে প্রথমে লিড নেয় মায়ামি। দারুন এক হেডে দলকে এগিয়ে নেন মাতিয়াস রোহাস। এরপর ম্যাচের ৩৮তম মিনিটে ফ্রি-কিক থেকে গোলের দারুন সুযোগ পেয়েছিল কলম্বাস। তবে, গোলরক্ষকের দক্ষতায় সে যাত্রায় বেঁচে যায় মায়ামি। যার ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।

বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটে সুয়ারেজের বাড়ানো বলে রোহাসের দূরপাল্লার শট বারের ঠিক ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় মায়ামি সমর্থকদের। ৬২তম মিনিটে দলকে ফের এগিয়ে নেন দিয়াগো গোমেজ। তার গোলে ২-০ ব্যবধানে লিড নেয় ক্লাবটি। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্লাবটি। ম্যাচের ৬৬তম মিনিটে দুর্দান্ত গোলে দলের ব্যবধান কমান ক্রিস্টিয়ান রামিরেজ। ৬৭তম মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল মায়ামি। তবে, গোমেজের ভুলে এগিয়ে যেতে পারেনি ক্লাবটি।

৬৮তম মিনিটে দারুণ এক ক্রস থেকে গড়ানো শটে দলকে সমতায় ফেরান কলম্বাসের রোসি। এরপর ৮০তম মিনিটে মায়ামির রক্ষণের সুযোগ নিয়ে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন সেই রোসি। মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় মায়ামি। ৮৬তম মিনিটে আরও একটি গোল হজম করতে বসেছিল মায়ামি। তবে, গোলরক্ষক ক্যালেন্ডার জোড়া সেভে ব্যবধান বাড়াতে পারেনি কলম্বাস। শেষমেশ ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বাস। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে কলম্বাস।  এনটিভি