News update
  • Dhaka Seeks Mutual Respect in Ties with India: Touhid     |     
  • HC Scraps Appointments of 6,531 Primary Teachers     |     
  • US executive orders continue     |     
  • Fakhrul, Zaima, Khosru Meet Destro, Beasley in Washington     |     
  • US Shifts Stance as Trump’s Gaza Plan Sparks Global Outrage     |     

অবশেষে সেই মাঠে গড়াল হামলা-ভাঙচুরে পণ্ড নারী ফুটবলের ম্যাচ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-02-06, 12:48pm

ertewr3432-93a74bdbb44d35e7e51e08f65a56be621738824538.jpg




বিক্ষোভ, হামলা ও ভাঙচুরে জয়পুরহাটের তিলকপুর বিদ্যালয় মাঠে নারী ফুটবল দলের ম্যাচ পণ্ড হয়েছিল। অবশেষে সেই মাঠেই নারী ফুটবল দলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আলোচিত এ প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় ঢাকা জেলা নারী ফুটবল দল ও জয়পুরহাট জেলা নারী ফুটবল দল।

আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এ সময় পুলিশ সুপার আবদুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি রাশেদুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়পুরহাট জেলা নারী ফুটবল দল ১-০ গোলে ঢাকা জেলা নারী ফুটবল দলকে পরাজিত করে।

গত ২৯ জানুয়ারি বিকেলে এ বিদ্যালয় মাঠে স্থানীয় তিলকপুর টি-স্টার ক্লাবের উদ্যোগে নারীদলের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। খেলাটি দর্শনীর বিনিময়ে (টিকিটে ) প্রদর্শনের জন্য তিলকপুর বিদ্যালয় মাঠ টিনের বেড়া দিয়ে ঘেরা হয়েছিল। দর্শক সমাগম করতে খেলার সময়সূচি জানিয়ে এলাকায় ব্যাপক প্রচারও করেছিল আয়োজকরা।

ওই প্রীতি ম্যাচে—রংপুর জেলা নারী ফুটবল দল ও জয়পুরহাট জেলা নারী ফুটবল দলের অংশগ্রহণের কথা ছিল। কিন্তু নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি করে স্থানীয় অনেকে।

গত ২৮ জানুয়ারি মঙ্গলবার তারা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তিলকপুরে নারীদের ফুটবল খেলা প্রতিহত করার ঘোষণা দেয়। এ ঘোষণার পর স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা ওই ফুটবল মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করে। বিষয়টি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে টনক নড়ে প্রশাসনের। এ ব্যাপারে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন।

অন্যদিকে নারী ফুটবলে বাধা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে গত ৩১ জানুয়ারি শনিবার আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানীতে ভুল স্বীকার করে ক্ষমা চান ফুটবল খেলার বিরোধিতা করা আলেমরা।

এর ফলে নারীদের নিরাপত্তা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত হয়। ফলে এ বার স্থানীয় টি স্টার ক্লাবের পরিবর্তে- আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং টিনে ঘেরা মাঠের পরিবর্তে বিনা দর্শনীতে (বিনা টিকিটে) উন্মুক্ত খোলা মাঠে গতকাল নারী দলের আলোচিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত  সুন্দর, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নারী ফুটবল দলের এ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এতে আয়োজক, খেলোয়াড়, সংগঠক ও ফুটবল্ দর্শকসহ খুশি সকলে। অবসান ঘটেছে স্থানীয়দের নারী ফুটবল বিরোধী মনোভাবের।