News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

নারীদের জার্মান কাপ সেমিফাইনালে রেকর্ড সংখ্যক দর্শক

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-24, 6:30pm

rrewrwe-641229fe92dce23fed57ee97da2c96791742819404.jpg




নারীদের জার্মান কাপ সেমিফাইনালে ব্রেয়মনের কাছে ৩-১ গোলে পরাজিত হলো হামবুর্গ। জার্মানির নারীদের ক্লাব ফুটবলে এই দৃশ্য অভূতপূর্ব। নারী জার্মান কাপ সেমিফাইনালে ব্রেয়মনের কাছে ৩-১ গোলে পরাজিত হলো হামবুর্গ। সাক্ষী থাকলেন ৫৭ হাজার সমর্থক।

ব্রেয়মনের ক্যাপ্টেন লীনা হাউসিকে বলেন, এই রকম ম্যাচের জন্যেই তো ছোটবেলা থেকে ফুটবল খেলি। আজকের এই ম্যাচ বহুবছরের অপেক্ষার ফল। ম্যাচের ফলাফল ম্যাচের দ্বিতীয়ার্ধ ১-১ গোলে শেষ হয়। এর পর এক্সট্রা টাইমে ব্রেয়মনের সোফি ওয়াইডাউয়ার এবং ভেরেনা ওয়াইডারের গোলে ফাইনাল নিশ্চিত করে ব্রেয়মন। পরাজিত হলেও হামবুর্গের ক্যাপ্টেন সারা স্টকমানের কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, আমার কাছে এটা খুবই গর্বের ব্যাপার যে আমরা প্রথম টিম যারা এত সমর্থকদের সামনে খেললাম। আমি নিশ্চিত এটাই শেষ বার হবে না। ফাইনালে টিকিট বিক্রির হিড়িক বাড়লেও হামবুর্গের ফোক্সপার্ক স্টেডিয়ামের সেমিফাইনাল ম্যাচের থেকে বেশি হবে না।

ব্রেয়মন এবং বায়ার্নের ফাইনাল অনুষ্ঠিত হবে কোলনের অপেক্ষাকৃত ছোট স্টেডিয়ামে। সেমিফাইনালের আগে ২০২৩ এর নারী জার্মান কাপ ফাইনালে এই স্টেডিয়ামেই ৪৪ হাজার ৮০৮ সমর্থকের রেকর্ড ভিড় হয়েছিল। সেমিফাইনালে উপস্থিত ৫৭ হাজার মানুষের ভিড়ে অনেকেই প্রথমবার নারী ফুটবল দেখতে এলেন। হ্যামবুর্গের ফোক্সপার্ক স্টেডিয়ামে সাধারণভাবে পুরুষ বুন্ডেলসলিগা ২-এর খেলাগুলি অনুষ্ঠিত হয়। এর আগে এই স্টেডিয়ামে একবারই নারী ফুটবল অনুষ্ঠিত হয়েছে।

এই বছরের ফেব্রুয়ারিতে একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে উপস্থিত ছিলেন ১৬ হাজার ৫২৯ জন দর্শক। এই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রির অন্যতম কারণ হিসেবে পুরুষ ফুটবলের আন্তর্জাতিক বিরতিকে দায়ী করা যেতে পারে। এই উইকেন্ডে পুরুষদের কোনো ম্যাচ ছিল না। টিকিটের দাম শুরু হয়েছে নয় ইউরো থেকে। ম্যাচের দুই সপ্তাহ আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছিল।

পুরনো শত্রুতার ডার্বি এই প্রভূত উপস্থিতির পিছনে আরেকটি কারণ হামবুর্গ এবং ব্রেয়মন এই দুই শহরের ঐতিহাসিক রেষারেষি। পুরুষদের হামবুর্গ-ব্রেয়মন ফুটবল ম্যাচে ঝামেলারও ইতিহাস আছে। হামবুর্গের সমর্থক আলেকজান্দ্রা নিয়মিত পুরুষদের ফুটবল দেখতে আসেন।

তিনি বলেন, আজকের ম্যাচ অনেক শান্তিপূর্ণ ছিল। অন্যান্য দিন পুরুষদের ম্যাচে প্রচুর পুলিশের উপস্থিতি দেখতে পাওয়া যায়। হামবুর্গ এবং ব্রেয়মনের সমর্থকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মত।

স্টেডিয়ামে শান্তিপূর্ণ খেলা অনুষ্ঠিত হলেও বাইরে যথেষ্ট উত্তেজনা লক্ষ করা গেছে। বিগত বেশ কিছু বছর ধরেই জার্মানির ক্লাবগুলি নারী ফুটবলকে মূলস্রোতে আনতে বড় ম্যাচগুলি বড় স্টেডিয়ামেই অনুষ্ঠিত করে থাকে।

২০২২এর এপ্রিলে ইউইএফএ উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের বার্সেলোনা ফেমিনি এবং উলসবার্গের খেলায় ক্যাম্প নুয়ের মাঠে ৯১ হাজার ৬৪৮ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির নিরিখে নারী ফুটবলে এটাই বিশ্ব রেকর্ড।আরটিভি