News update
  • 600,000 Devotees Offer Eid Prayer at Sholakia      |     
  • Bangladesh Economy Shows Signs of Recovery Amid Challenges     |     
  • Bangladeshi Women Student July Protest Leaders to be honoured at Women of Courage Award ceremony     |     
  • 'Eid of sadness': Gazans pass with scarce food, razing war     |     
  • 5 Eid congregations planned at Baitul Mukarram Mosque     |     

মাদাম তুশো জাদুঘরে দুই এমবাপ্পে, বোঝা দায় কোনটি আসল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-29, 7:38am

2cb33dfb24faa37ff2582008e2348e34e635fc0d16232808-81d90b8b6d32934a8ba6ca614586911f1743212310.jpg

কোন পাশেরটি মূর্তি, ধরতে পেরেছেন? ডানপাশেরটি। ছবি: সংগৃহীত



লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও ডেভিড বেকহ্যামের পাশে কিলিয়ান এমবাপ্পে। কোথায়? লন্ডনের মাদাম তুশো জাদুঘরে কিংবদন্তিদের মূর্তির পাশে ঠাঁই পেল ফ্রেঞ্চ তারকার মোমের মূর্তি।

নিজের প্রতিকৃতি দেখে নিজেই অবাক কিলিয়ান এমবাপ্পে। সেটা এতটাই নিখুঁত যেন নিজের চোখকে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো ফ্রেঞ্চ তারকার। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এমবাপেও বলেছেন ওয়াও। রিয়াল তারকার নতুন এই মোমের মূর্তি হঠাৎ দেখলে ভিমড়ি খাবেন যে কেউ। গোল করে ট্রেডমার্ক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এমবাপ্পেকে দেখে অবাক হয়েছেন বাস্তবের এমবাপ্পেও।

এর আগে কিলিয়ান এমবাপ্পের প্রথম মোমের মূর্তি মাদাম তুসো কর্তৃপক্ষ উন্মোচন করে জার্মানির বার্লিনে। সেটার আনুষ্ঠানিক উদ্বোধনেও উপস্থিত ছিলেন ফ্রেঞ্চ তারকা। এবার লন্ডনে নিজের প্রতিকৃতি দেখে অভিভূত তিনি। এমবাপ্পে বলেন, ‘এটা আমার জন্য বিশাল সম্মানের। এটার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন। আমি বলব এটা অসাধারণ সৃষ্টি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই এমন একটা উপহারের জন্য। মাদাম তুসো পরিবারের অংশ হতে পেরে সত্যিই ভালো লাগছে, ভালো লাগছে লন্ডনে এসেও।’

লন্ডনের মাদাম তুসোতে এমবাপ্পে নিজের মূর্তি উদ্বোধন করলেও এখনই তা দেখতে পারবেন না সাধারণ দর্শক। জানা গেছে ৪ এপ্রিল সর্ব সাধারণের জন্য এটি উন্মুক্ত করবে মিউজিয়াম কর্তৃপক্ষ। এরপর টিকিটের মাধ্যমে তা দেখতে পাবেন ভক্তরা।

বিশ্বের নামকরা ফুটবলারদের মূর্তি ঠাই পেয়ে আসছে মাদাম তুশো জাদুঘরে। লন্ডনসহ সর্বোচ্চ পাঁচটি দেশের মিউজিয়ামে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর মোমের মূর্তি। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যামের আছে চার দেশে। আর লিওনেল মেসির মূর্তি আছে মাদাম তুশোর তিনটি দেশের শাখাতে। সময়