News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

‘মেসি ব্যালনশূন্য থাকতো, যদি সে রোমায় খেলতো’

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-04-10, 6:27am

messi-1-ebef41fd4367251ee9b3ba01ada895da1744244879.jpg




রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিওনেল মেসি। ফুটবলে ব্যক্তিগত প্রায় সমস্ত পুরস্কার অর্জনের পাশাপাশি তার সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে ট্রেবলসহ নিজ দেশ আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া দুটি মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকাও জিতেছেন তিনি। এবার এই ফুটবল জাদুকরকে নিয়ে রীতিমতো বিস্ময়কর মন্তব্য করে বসলেন সাবেক ইতালিয়ান ফুটবলার ফ্রান্সেসকো টট্টি। তিনি মনে করেন, মেসি যদি তার মতোই ইতালিয়ান ক্লাব রোমায় দুই যুগও খেলতো, সে একটিও ব্যলন ডি’অর জিততো না।

সম্প্রতি  ‘কে ভিভা এল ফুতবল’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে টট্টি বলেন, ধরে নিন মেসি রোমায় ২৫ বছর খেলেছে। এখন বলুন, সে কতগুলো ব্যালন ডি’অর জিতত? যদি জানতে চান তো বলি, একটিও না।

তবে মেসিকে নিয়ে এই বিতর্কিত মন্তব্যের মাঝেও টট্টির ভেতরের শ্রদ্ধাবোধটা স্পষ্ট। আগেও তিনি বলেছিলেন, রোমার ১০ নম্বর জার্সিতে নিজের পর সবচেয়ে উপযুক্ত মনে করেন কেবল লিওকে।

পডকাস্টের সঞ্চালক একপর্যায়ে টট্টিকে প্রশ্ন করেন, রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেয়ার কারণেই কি তিনি ব্যালন ডি’অর জিততে পারেননি? জবাবে টট্টি বলেন, আমার ব্যালন ডি’অরের দরকার ছিল না। রোমার হয়ে ২৫ বছরে আমি সবকিছুই জিতেছি, আমার জয় এটাই। কোনো কিছু নিয়েই আমার আফসোস নেই।

উল্লেখ্য, ১৯৯৩ সালে রোমার সিনিয়র দলে অভিষেক হয় টট্টির। ২০১৭ সালে অবসর নেয়ার আগে নিজের ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই রোমায় খেলেছেন তিনি। ৬১৯ ম্যাচে ২৫০টি গোলও করেছেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইতালির জার্সিতে খেলেছেন ৫৮টি আন্তর্জাতিক ম্যাচ। যমুনা।