News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

কোপা দেল রে: রেফারি ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি, ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-04-26, 7:10am

3275e369fb6aadd43edac2ba6e3cf548c9dc9369892b72ed-b75b68c7f9e394a0bb44ce52f4fd605f1745629813.jpg




শনিবার (২৬ এপ্রিল) রাতে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন রিকার্ডো ডি বুরগোস। তবে রেফারি ইস্যুতে প্রশ্ন তুলেছে রিয়াল মাদ্রিদ। ক্রমেই ঘোলা হচ্ছে পরিস্থিতি, এমনকি ম্যাচও বয়কট করতে পারে লস ব্লাঙ্কোসরা, এমনটাই জানিয়েছে স্পেনের একাধিক সংবাদমাধ্যম।

এক ভিডিও নিয়েই যত বিপত্তি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি একটি ভিডিও প্রকাশ করে। যেখানে কোপা দেল রে ফাইনালের জন্য নিযুক্ত রেফারি রিকার্দো বুরগোস বেঙ্গোএচিয়ার বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোল হয়। ভিডিওতে বার্সেলোনার পক্ষে দেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের দৃষ্টান্ত তুলে ধরা হয়। এ ভিডিও প্রকাশের মাধ্যমে রেফারির বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত দেয়া হয়। 

এরপর শুক্রবার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসে কেঁদে ফেলেন বুরগোস। এই ঘটনার পর রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারিং প্যানেল পরিবর্তনের আবেদন জানালেও তা প্রত্যাখ্যান করা হয়। 

এদিকে ফাইনালের আগের দিন ম্যাচ বর্জনের হুমকি দিয়েছে রিয়াল মাদ্রিদ। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম-এর প্রকাশিত খবরে বলা হয়েছে, রেফারি পরিবর্তনের জন্য অনুরোধ করেছিলো রিয়াল মাদ্রিদ, তবে তা প্রত্যাখ্যান করায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচ বর্জনের হুমকি দিচ্ছে লস ব্লাঙ্কোসরা। 

ফাইনালের আগে রিয়াল মাদ্রিদ তাদের ম্যাচ পূর্ববর্তী অনুশীলন সেশন বাতিল করেছে। এছাড়া একইভাবে তারা তাদের সংবাদ সম্মেলনও বাতিল ঘোষণা করেছে। এবার তারা হুমকি দিচ্ছে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল বর্জনের। 

রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি প্রকাশ করেছে ক্লাবটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ মনে করে, আগামীকাল যা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা অগ্রহণযোগ্য। আরও অবাক করার মতো বক্তব্য, হুমকি স্বরে রেফারিদের ঐক্যের ইঙ্গিত দিয়ে এমন অভিযোগ বা পদক্ষেপ ঘোষণা করা হয়েছে; যা ন্যায্যতা, বস্তুনিষ্ঠতার নীতি থেকে অনেক দূরে।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যা ঘটেছিলো তার গুরুত্ব বিবেচনা করে রিয়াল মাদ্রিদ আশা করে, রেফারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা সেই অনুযায়ী কাজ করবেন। তারা যে প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিত্ব করেন তাদের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’ 

গোলডটকম-এর প্রকাশিত সংবাদে আরও বলা হয়েছে, শনিবার বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনাল বয়কটের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি রিয়াল মাদ্রিদ। তবে মনে হচ্ছে আরএফইএফও পিছু হটবে না। যদি ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা এই লড়াইয়ে না থাকে, তাহলে বার্সেলোনা তাদের তৃতীয় ইউরোপীয় ট্রেবলের লক্ষ্যে মৌসুমের প্রথম বড় শিরোপা জিতে নেবে। 

রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়নি, অন্যদিকে ফেডারেশনও নিজেদের অবস্থানে অনড়। এমন অবস্থায় কোপা দেল রের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। সময়।