News update
  • Israel Commits 3,496 Crimes, Killing, Injuring 2,652 Palestinians in 7 Days     |     
  • 50 years of CITES: Shielding wildlife from trade-driven extinction     |     
  • Tarique warns PR system could divide nation, calls for unity     |     
  • FFD4 Must Deliver for the World’s Most Vulnerable Nations     |     
  • Observe July Uprising Annually to Guard Against Autocracy     |     

স্পেনকে হারিয়ে রোনালদোর পর্তুগালের নেশনস লিগ জয়

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-09, 6:29am

187aa53c8bfdbf6555da3f8e5641b90ee5f90b60a0e38c75-247303cfbdfdeafc671b1bbf3a9c88221749428964.jpg




জার্মানির মিউনিখে উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ২-২। অতিরিক্ত সময়ে কোনো গোল হয়েনি। অবশেষে টাইব্রেকারে জিতে প্রথম দল হিসেবে একাধিকবার উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগিজরা।

মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়েও গোল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৩ ব্যবধানে জিতে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে কাঁদালেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

ম্যাচের শুরুতেই স্পেন বলের নিয়ন্ত্রণ নেয় এবং পর্তুগিজ রক্ষণকে চেপে ধরে। মার্তিন জুবিমেন্দি ২১ মিনিটে এগিয়েও দিয়েছিলেন আগেরবারের চ্যাম্পিয়ন স্পেনকে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পর্তুগাল। ৫ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেজের গোলে। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল।

বিরতির পর ৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর হেড সমতায় ফেরায় পর্তুগালকে। এরপর দুই দলই চেষ্টা করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়েও জমে থাকা ম্যাচে নুনো মেন্ডেজ স্পেনের রক্ষণ ভেঙে ফেললেও পেনাল্টির আবেদন বাতিল হয়। কস্তা প্রায় একবার বিপাকে পড়লেও শেষমেশ টাইব্রেকারে পা রাখে ম্যাচ।

টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতার নেয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। এরপর নেভেস পঞ্চম শটে গোল করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়।