News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

একই ফ্লাইটে দেশ ছাড়লেন হামজা-সমিত

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-11, 4:21pm

cf303429f085ff50fb357f8d1434f0fd547eb41ac4c471cc-cba884c0cdb396f591b29f0d62a491c31749637303.jpg




সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে ছিল। ঘরের মাঠে আশা জাগানিয়া ফুটবল খেলেও ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই হারে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। স্বাভাবিকভাবেই হতাশা ঘিরে ধরেছে পুরো দলকে। গত কয়েকদিন ধরে যে মাতামাতি, যে চাঁদের হাট বসেছিল। তাতে আপাতত বিরতি।

জাতীয় দলের ব্যস্ততা শেষ। এবার নিজ নিজ ক্লাবে ফিরে যাওয়ার পালা। গতকাল সিঙ্গাপুর ম্যাচের পর রাত ১০টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিরে যায় বাংলাদেশ দল। লড়াই শেষে এবার স্যুটকেস গুটিয়ে বাড়ি ফেরার পালা। বুধবার সকাল ১০টার মধ্যে হোটেল ছাড়ার ব্যাপারে আগে থেকেই বাফুফের নির্দেশনা থাকায় সবকিছু গুছিয়ে নিতে খেলোয়াড়দের তাড়াহুড়া থাকাই স্বাভাবিক।

বাংলাদেশ দলের দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও সমিত সোমও এরই মধ্যে ঢাকা ছেড়েছেন। বুধবার (১১ জুন) সকাল পৌনে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একই ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা। হামজার গন্তব্য ইংল্যান্ড হলেও সমিত যাবেন কানাডায়। এর আগে ভোর ৪টার দিকে তারা হোটেল ছাড়েন। হামজার বাবা-মা আজই আরেকটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন।

ঢাকা ছাড়ছেন কোচ হাভিয়ের কাবরেরাও। গতকালকের ম্যাচে তার একাদশ সাজানো নিয়ে বিতর্ক আছে। ভুটান ম্যাচের একাদশের সঙ্গে তিনটি পরিবর্তন এনেছেন তিনি। তার কৌশল নিয়ে অতীতেও নানা প্রশ্ন উঠেছে। তবে কাবরেরা ঢাকা ছাড়ছেন ভিন্ন কারণে।

আজই ঢাকা ছেড়ে কাবরেরা যাবেন স্পেনে। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় তার পাশে থাকতে দেশে ফিরছেন এই স্প্যানিশ কোচ। তবে কবে নাগাদ তিনি ফিরবেন তা ঠিক হয়নি।