News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

মেসির দুর্দান্ত গোলে জয় মায়ামির

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-20, 8:22am

c25fef4ccb371d1f90b605f689a55b367163c44240d72c25-0f9df40c1049cb4bfb8c90364fdeacaa1750386131.jpg




আসরের প্রথম জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। পোর্তোর বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করেন লিওনেল মেসি।

মায়ামির বিপক্ষে আক্রমণে বেশ এগিয়ে ছিল পর্তুগালের ক্লাবটি। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় পোর্তো। পোর্তোর এক খেলোয়াড়কে ডি-বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সামু আঘেহোওয়া।

প্রথম হাফে সমতায় ফিরতে পারেনি মায়ামি। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। দ্বিতীয় হাফ শুরুর দ্বিতীয় মিনিটেই মার্সেলোর নিচু পাস থেকে জাল খুঁজে নেন তেলাস্কো সেগোভিয়া। ৫৪তম মিনিটে পেনাল্টি বক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক পায় মায়ামি। সেই ফ্রি কিকে গোল করেন মেসি। তাতে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় তারা।

সময় গড়ানোর সঙ্গে গোলের জন্য মরিয়া হয়ে উঠতে থাকে পোর্তো। টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা; কিন্তু শেষটা সুখকর হলো না দলটির। এই জয় এমএলএস'র দলটার জন্য বড় এক ইতিহাস। ক্লাব বিশ্বকাপে ইউরোপের কোনো ক্লাবের বিপক্ষে প্রথম জয় পেল তারা।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পালমেইরাস। সমান ১ করে পয়েন্ট নিয়ে পোর্তো তিনে ও আল আহলি চারে আছে।