News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

নারী ফুটবল দলকে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-07-08, 7:43am

99e0ea2a8b59e5c1faa0d417e4818ba91f60f54b6f38269b-8b283702dfa465378b66bc83b671ffec1751939025.jpg




ইতিহাস গড়ে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশে ফিরে রোববার (৬ জুলাই) মধ্যরাতেই আফঈদা-ঋতুপর্ণারা পেয়েছেন রাজকীয় সংবর্ধনা।

এরপর সোমবার (৭ জুলাই) নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সবশেষ গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ নারী দল। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর দিনই বাফুফে ভবনে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। সপ্তাহ খানেকের মধ্যে সেই অর্থ হাতে পেয়ে যান ফুটবলাররা।

এবার আরও একটি ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মেয়েরা। মিয়ানমার থেকে দেশে পা রাখার সাথে সাথে রোববার (৬ জুলাই) মধ্যরাতেই রাজকীয় সংবর্ধনা পেলেন আফঈদা-ঋতুপর্ণারা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গনে সাফল্য আসলে তিনি তাৎক্ষণিক পুরস্কার ঘোষণা করেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২১ হকি দল বিশ্বকাপে নিশ্চিত, নারী সাফ চ্যাম্পিয়ন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে ক্রীড়াবিদদের।

মিয়ানমার গিয়ে রীতিমতো দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকেও ২-১ গোল হারায় ঋতুপর্ণারা। সবশেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড় দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা, তাদেরকেও উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।

নারী এশিয়ান বাছাইপর্বে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচে স্বপ্না-ঋতুপর্ণারা গোল করেছেন মোট ১৬টি, আর হজম করেছেন মাত্র একটি। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে, বাংলাদেশের মেয়েরা ঠিক কতটা দাপট দেখিয়ে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। যার মধ্যে এখন পর্যন্ত ১১ দল তাদের টিকিট নিশ্চিত করেছে। দলগুলো হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। বাকি একটি দল আসবে বাছাই পর্বের ‘এ’ গ্রুপ থেকে। এই গ্রুপে লড়বে ভুটান, সিঙ্গাপুর, ইরান, জর্ডান ও লেবানন।