ক্লাব বিশ্বকাপের মোটা অঙ্কের প্রাইজ মানির পর এবার দারুণ এক সুখবর পেলো চ্যাম্পিয়ন চেলসি। দলের প্রত্যেক ফুটবলার পেতে যাচ্ছেন মোটা অঙ্কের বোনাস। এঞ্জো-পালমারদের ৩ লাখ ৫০ হাজার পাউন্ড করে বোনাস দেয়া হবে বলে খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।
৩২ দলের মেগা একটা ইভেন্ট। হাজারো সমালোচনা, কটু কথা, ব্যর্থতাকে পেছনে ফেলে কীভাবে সফলভাবে একটা টুর্নামেন্ট শেষ করতে হয়, সেটাই করে দেখালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর সেখানেই রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলোর দম্ভচূর্ণ করে ক্লাব বিশ্বকাপের ট্রফি এখন ইংলিশ ক্লাব চেলসির শো কেইসে।
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতে আরও একটা ইতিহাস গড়ার দারপ্রান্তে ছিল ফরাসি ক্লাব পিএসজি। সেই অহংকার চূর্ণ করে ফাইনালে পুরো ম্যাচজুড়ে বুক চিতিয়ে লড়াই করে চেলসি। আর ফলাফল, ২০২১ এর পর আবারো ক্লাব বিশ্বকাপের শ্রষ্ঠত্বের মঞ্চে সোনালী ট্রফিটা উচিয়ে ধরে ইংলিশ ক্লাবটি।
মার্কিন মুল্লুকে প্রথমবারের মতো আয়োজিত ফুটবলের বিগ ইভেন্টে শিরোপা জিতে চেলসি ফুটবলাররা উদযাপনটাও করে ভিন্নভাবে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেন সেলিব্রেশনে।
চ্যাম্পিয়ন দলটা পুরস্কার হিসেবে পাচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়েও বেশি প্রাইজমানি। নতুন ফরম্যাটের এই টুর্নামেন্ট থেকে ক্লাবটির আয়ের পরিমান ১১ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৩৩৭ কোটি টাকা। মোটা অঙ্কের প্রাইজ মানির পর এবার দারুণ এক সুখবর পেলো ব্লুজ। চ্যাম্পিয়ন হয়ে মোটা অঙ্কের বোনাসও পেতে যাচ্ছে চেলসির ফুটবলাররা।
ট্রিবুনাসহ একাধিক ইউরোপীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, টুর্নামেন্টে জুড়ে দাপুটে পারফরম্যান্সে দলকে শিরোপা জেতানোয় প্রত্যেক খেলোয়াড়কে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড করে বোনাস দেবে চেলসি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৫ কোটি ৭২ লাখ টাকার বেশি। এ অর্থ পাবেন স্কোয়াডে থাকা ২৯ জনের সবাই। কোচ এঞ্জো মারেস্কার জন্যেও রাখা হয়েছে সমপরিমাণ বোনাসের ব্যবস্থা। যা হবে চ্যাম্পিয়ন্স লিগের বোনাসের সমপরিমাণ অর্থ।
মূলত ফুটবলারদের অর্জন ও আগামী দিনের উৎসাহ প্রদানের জন্য এ বোনাস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। এর আগে উয়েফা কনফারেন্স লিগ জেতার পরও ফুটবলারদের বোনাস দেয়া হয়েছিল। বেতনও বাড়ানো হয় ২০ শতাংশ। এবার ক্লাব বিশ্বকাপ জয়ের পর এমন বোনাসের মাধ্যমে ফুটবলাররা সামনের দিনে আরও ভালো করার উৎসাহ পাবে বলে প্রত্যাশা করছে ক্লাব কর্তৃপক্ষ।