News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

পরিবর্তিত ভেন্যুতে বাংলাদেশ আজ আবার ভুটানের মুখোমুখি

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

ফুটবল 2025-07-17, 7:49am

0c8c92453a55236f9a8b45c54fd1cc4131bb3f01bd46fdd0-ad32c71281b2b89b76ba0c773ef60a7c1752716947.jpg




সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এক দিনের ব্যবধানে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগে আবহাওয়ার কথা মাথায় রেখে বদলে ফেলা হলো টুর্নামেন্টের ভেন্যু। বসুন্ধরা কিংসের মূল মাঠে নয়, অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আজকের সব কটি ম্যাচ।

জয়ের ট্রেন ছুটেই চলেছে বাংলার জয়িতাদের। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দাপুটে লাল সবুজ বাহিনী। শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সঙ্গে একটি করে ম্যাচ খেলে আবারো ভুটানবধের মিশন পিটার বাটলারের দলের সামনে। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে সবশেষ ম্যাচে বিরল এক ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ দল। বৃষ্টির কারণে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। এরপর খেলা বন্ধ থাকে তিন ঘণ্টা। চেষ্টা করেও মাঠ শুকাতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত বদলে ফেলা হয় ম্যাচের ভেন্য। বসুন্ধরা কিংসের অনুশীলন গ্রাউন্ডে মাঠে গড়ায় দ্বিতীয়ার্ধের খেলা।

ম্যাচ ডের পর মাঝে এক দিনের বিরতি। যে কারণে অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। তবে, নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে বদ্ধপরিকর বাংলাদেশ দল। হোটেলেই রিকভারি সেশন করেছে লাল সবুজ বাহিনী। সুইমিং, স্ট্রেচিং করে রিকভারি সেশন সম্পন্ন করেছে আফঈদা-সাগরিকারা। ভুটানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চরম ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। তবে, সেই ধকল কাটিয়ে উঠে এবার আবারো ভুটানের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত পুরো দল।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে শুরু থেকেই চাপের মুখে ছিল ভুটান। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় দলটা। এরপর বৃষ্টিতে মাঠ পরিবর্তনের পর এক গোল করে ভুটান। যদিও তাতে কাজের কাজ হয়নি কিছুই। বসুন্ধরা কিংসের অনুশীলন গ্রাউন্ডেও আধিপত্য বজায় রেখে খেলতে থাকে বাংলাদেশ, দ্বিতীয়ার্ধে দেয় আরও তিন গোল।