News update
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-06-30, 8:14pm

56y546456-628e33d677b4ce3b792981a1224834ea1751292861.jpg




দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এর ফলে স্বস্তি ফিরে পেয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (৩০ জুন) সকাল থেকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দরে কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ডাকা শাটডাউন কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে সারাদেশের সব কাস্টম হাউস ও স্টেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিষয়টির সমাধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে সব ধরনের পদকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করে সরকার।

এ ছাড়া বিক্ষোভকারী কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সরকার বলেছে, জনগণ ও অর্থনীতি রক্ষার স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘোষণার পর রোববার সন্ধ্যায় কাজে ফেরার সিদ্ধান্ত নেন আন্দোলনরত কাস্টমস কর্মকর্তারা।

বন্দর সূত্রে জানা গেছে, সোমবার বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে। 

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, এনবিআর কর্মীরা তাদের ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। জাহাজ থেকে কন্টেইনার ওঠা-নামা, পণ্য খালাস এবং রপ্তানিপণ্যবাহী কন্টেইনার বন্দরে আসা সবই পুরোদমে চলছে।

তিনি বলেন, দুই দিনের অচলবস্থায় ইয়ার্ডে জমে থাকা কন্টেইনার সরিয়ে দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব হবে।আরটিভি