News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

দেশে ডলারের দাম কমলো

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-07-15, 6:17am

b34fd93fb884b78374f0736ba885e51df1cf7f6d97679acb-aa0fd16279dad1d08b678f01831eb12a1752538634.jpg




বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় দেশের বাজারে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার ২ টাকা ২০ পয়সা কমলো।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার (১৪ জুলাই) আন্তঃব্যাংকিং ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১২০ টাকা ১০ পয়সা, যা গত ৯ জুলাই ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক আলোচনার অগ্রগতি এবং আমদানি চাহিদা কমে যাওয়ায় ডলারের দরপতনে ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০২২ সালে কোভিডের প্রভাবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অস্থিরতার কারণে টাকার অবমূল্যায়ন শুরু হয়। এরপর থেকে টাকার মান এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ কমেছে।

২০২৪ সালের ডিসেম্বরে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়। মাত্র দুই কার্যদিবসে ডলার-টাকার বিনিময় হার দুই দফা রেকর্ড ভেঙে ১২৮ টাকায় পৌঁছায়। পরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ডলারের দর কমে আসে। তখন অস্বাভাবিক দামে রেমিট্যান্স কেনার অভিযোগে ১৩টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হয়।

চলতি বছরের মে মাসের মাঝামাঝি আইএমএফ-এর শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা প্রবর্তন করে। যে পদ্ধতিতে সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে দর ঠিক করে ডলার লেনদেন করতে পারে। এরপর থেকেই ডলারের দর কমতে করে।