News update
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     
  • A soothing respite: Rain in Dhaka after prolonged heatwave     |     
  • Palestine economy in ruins, as Gaza war sets dev back 2 decades     |     

ভারতে অর্থের বিনিময়ে ফেসবুকের ব্লু টিক সুবিধা চালু

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-06-09, 1:33pm

resize-350x230x0x0-image-226796-1686279098-8e204afd33520e708e6013def514c4b11686296020.jpg




ভারতের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লু টিক সুবিধা চালু হয়েছে। এখন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করে এই সুবিধা নিতে পারবে ভারতীয়রা।

ফেসবুকের মাদার কোম্পানি মেটা জানিয়েছে, আপাতত এই সুবিধাটি মোবাইল অ্যাপে চালু করা হয়েছে। ব্লু টিক পেতে ব্যবহারকারীদের প্রতিমাসে ৬৯৯ টাকা ফি দিতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে এই সেবাটি ওয়েভ ভার্সনেও চালু হয়েছে। ওয়েভ ভার্সনে ব্লু টিক চালু করতে প্রতিমাসে গুণতে হবে ৫৯৯ টাকা। মাসিক ফি ছাড়াও ব্লু টিক পেতে সরকারি আইডি দিতে হবে।

ভারতের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লু টিক সুবিধা চালু হয়েছে। এখন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করে এই সুবিধা নিতে পারবে ভারতীয়রা।

ফেসবুকের মাদার কোম্পানি মেটা জানিয়েছে, আপাতত এই সুবিধাটি মোবাইল অ্যাপে চালু করা হয়েছে। ব্লু টিক পেতে ব্যবহারকারীদের প্রতিমাসে ৬৯৯ টাকা ফি দিতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে এই সেবাটি ওয়েভ ভার্সনেও চালু হয়েছে। ওয়েভ ভার্সনে ব্লু টিক চালু করতে প্রতিমাসে গুণতে হবে ৫৯৯ টাকা। মাসিক ফি ছাড়াও ব্লু টিক পেতে সরকারি আইডি দিতে হবে।

ভারতের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লু টিক সুবিধা চালু হয়েছে। এখন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করে এই সুবিধা নিতে পারবে ভারতীয়রা।

ফেসবুকের মাদার কোম্পানি মেটা জানিয়েছে, আপাতত এই সুবিধাটি মোবাইল অ্যাপে চালু করা হয়েছে। ব্লু টিক পেতে ব্যবহারকারীদের প্রতিমাসে ৬৯৯ টাকা ফি দিতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে এই সেবাটি ওয়েভ ভার্সনেও চালু হয়েছে। ওয়েভ ভার্সনে ব্লু টিক চালু করতে প্রতিমাসে গুণতে হবে ৫৯৯ টাকা। মাসিক ফি ছাড়াও ব্লু টিক পেতে সরকারি আইডি দিতে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।