News update
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     
  • Global Food Prices Rose in April: FAO     |     

‘বাই প্রিমিয়াম, এনজয় ম্যাক্সিমাম’ অফার নিয়ে এলো ভিভো

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-08-15, 10:34am

retwtwerew-98839d0ae43e57520d74043cbfeb1b141723696470.jpg




স্মার্টফোনের সাথে মিলছে স্মার্টওয়াচ। শুধু তাই নয়, নেকব্যান্ড ও ইয়ারবাডও থাকছে উপহার তালিকায়! ‘বাই প্রিমিয়াম, এনজয় ম্যাক্সিমাম’ অফারে এমনই সুযোগ দিচ্ছে ভিভো। 

ভিভো ওয়াই২৮, ভি৩০ লাইট ও ভিভো ভি৩০ এই তিনটি স্মার্টফোনের যেকোনোটি কিনলেই মিলছে নিশ্চিত উপহার। অফারটি চলবে ১২ আগস্ট থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত। 

অফারে ভিভো ভি৩০ স্মার্টফোন কিনলেই মিলবে একটি রিরো ডব্লিউ১ প্রো স্মার্টওয়াচ। ভিভো ভি৩০ লাইট-এর সঙ্গে মিলবে রিরো এল১৩ ইয়ারবাড। অন্যদিকে ভিভো ওয়াই২৮ কিনলেই উপহার হিসেবে থাকছে রিরো বি১০ নেকব্যান্ড।

শুধু তাই নয়, ওই তিন স্মার্টফোনে উপহার জেতার সাথে থাকছে লটারির সুবিধাও। লটারিতে থাকছে রিরো এফ২০, রিরো টি১০, রিরো জি১০ এবং স্মার্টফোনে এক বছরের ওয়ারেন্টিসহ যে কোনো একটি সুবিধা জিতে নেওয়ার সুযোগ।

এছাড়াও ভিভো ব্র্যান্ডশপ থেকে ভিভো ওয়াই২৮ ও ভিভো ভি৩০ সিরিজের স্মার্টফোন কিনলে থাকছে ডাবল পয়েন্টস অফ মেম্বরশিপ কার্ড। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.vivo.com/bd/products এই ওয়েবসাইটে। শর্ত প্রযোজ্য।