News update
  • Shahidul Alam flies to Turkey from Israel captivity     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Friday morning      |     
  • Nobel Peace Prize Looms as Trump’s Hopes Fade     |     
  • Gaza Ceasefire Deal: UN and Partners Ready to Act Immediately     |     
  • Probe into irregularities in Tk 518cr Jute mill project ordered     |     

ডিসেম্বরের উৎসবমুখর মুহূর্তগুলো উদযাপন করুন ভিভোর সাথে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-13, 2:19pm

img_20241213_141637-cb33e2cf2022dfeb8a0bdc6488500a621734077966.jpg




চলে এসেছে শীতের মৌসুম। সাথে এনেছে অনেক অনেক ছুটি আর উৎসব। বেড়াতে যাওয়া, বিয়ে শাদীর রঙিন দিনগুলোতে মেতে থাকার সময় এসেছে। স্মৃতিগুলো ধরে রাখা, উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দকে বাড়িয়ে দিতে স্মার্টফোন ভিভো নিয়ে এসেছে বিভিন্ন প্রযুক্তি।

প্রযুক্তির ছোঁয়ায় উৎসবের গল্প লিখুন

উৎসবের ঝলমলে দিন হোক বা জাঁকজমকের রাত—সব স্মৃতিই ভিভো স্মার্টফোনের ক্যামেরায় ধরা পড়ুক অসাধারণভাবে। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জাইসের লেন্স ব্যবহার করে স্মার্টফোনে পোর্ট্রেট ও সিনেম্যাটিক ভিডিও-ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো ভি৪০ ফাইভজি। ভিভো ভি৪০ লাইটে পোর্ট্রেট ফটোগ্রাফ তোলার জন্য রয়েছে আইকনিক এআই অরা লাইট। সেইসাথে এআই ইরেজ ফিচার ব্যবহার করে ছবি থেকে অবাঞ্ছিত অংশ মুছে দিতেও পারদর্শী ভিভো ভি৪০ লাইট।

লম্বা সময়ের সঙ্গী হোক 

ভ্রমণে স্মার্টফোনের চার্জ নিয়ে চিন্তা থাকাটা স্বাভাবিক। তবে ভিভো ওয়াই ও ভি সিরিজের স্মার্টফোনগুলো দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দিয়ে সেই চিন্তা দূর করে। ভিভো ওয়াই২৮-এ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির সাথে আছে ৪ বছরের ব্যাটারি হেলথ ও ৪৮ মাসের স্মুথ এক্সপেরিয়েন্সের গ্যারান্টি। ৪ বছরের ব্যাটারি হেলথ সুবিধা পাওয়া যাবে ভিভো ওয়াই১৯এস স্মার্টফোনটির ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে। ভিভো ভি৪০ ফাইভজিতে আছে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি।

স্মার্টফোনে থাকুক অনেক স্পেস

স্পেসের দুশ্চিন্তা ছাড়াই স্মার্টফোন জুড়ে থাকুক উৎসবের আনন্দ কিংবা ভ্রমণের ভিডিও ও ফটো। ভিভো ভি৪০ লাইট মডেলটি পাওয়া যাচ্ছে দুইটি ভ্যারিয়েন্টে। একটি ৮জিবি র‌্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র‌্যাম+ ১২৮জিবি স্টোরেজের। অন্যটি ৮জিবি র‌্যাম+ ৮জিবি এক্সটেন্ডেড র‌্যাম+ ২৫৬জিবি স্টোরেজের। বাজেটের মধ্যেই স্পেস নিয়ে বাড়তি সুবিধা মিলছে ভিভোর ওয়াই সিরিজেও।

স্মার্ট লুক ও স্লিম ডিজাইন

পাহাড়ের ঝলমলে রোদে হাতের স্মার্টফোনের রঙটা যদি বদলে যায়! পাশের মানুষটা ঠিকই চমকে যাবে। এক্সক্লুসিভ কালার চেঞ্জিং টেকনোলজি রয়েছে ভিভো ভি৪০ লাইটের টাইটেনিয়াম সিলভার মডেলটিতে। ভিভোর সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন রং ‘গ্ল্যাসিয়ার ব্লু’ তে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই১৯এস। শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি নিয়েও ভিভোর সবচেয়ে স্লিম ডিজাইনের স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজি।

বাংলাদেশে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে স্মরণীয় করতে ভিভো নিয়ে এসেছে এক নজরকাড়া ক্যাম্পেইন। ডিসেম্বর মাসজুড়ে এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য ভিভোর ভি ও ওয়াই সিরিজে রয়েছে নিশ্চিত উপহার, নতুন কালার, বাড়তি ওয়ারেন্টি এবং দামের ব্যাপক ছাড়।

ক্যাম্পেইন অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ভিভোর অথোরাইজড ষ্টোর, ই-ষ্টোর অথবা ফেসবুক পেইজে।