News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

শাওমি ফোন কিনলেই পাচ্ছেন বান্ডেলে সর্বোচ্চ ৪৫% মূল্যছাড়

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-02, 7:10pm

r34324235-7b025ef1e00170c112c35965f0f947d41740921037.jpg




 গ্লোবাল টেক লিড শাওমি বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের মোড়কে নিয়ে এলো বিশাল মূল্যছাড়। নির্দিষ্ট স্টোর থেকে নির্দিষ্ট মডেলের ফোন কিনলেই গ্রাহকরা শাওমি ব্র্যান্ডের মোট ৫টি গ্যাজেটের ওপর পেয়ে যাবেন সর্বোচ্চ ৪৫% পর্যন্ত ডিসকাউন্ট। ২ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। 

আকর্ষণীয় এই ক্যাম্পেইনে ডিসকাউন্ট পণ্যের আওতায় রয়েছে হাই কোয়ালিটির অত্যাধুনিক ইয়ার বাডস ও স্মার্ট ওয়াচ। ইয়ারবাডসের মধ্যে Redmi Buds 5A, Redmi Buds 5C ও POCO Pods- এই তিনটি মডেলের ওপর ডিসকাউন্ট প্রযোজ্য হবে। পাশাপাশি স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে Redmi Watch 5 Active ও Redmi Watch 5 Lite এ দুটি মডেল। 

Redmi Buds 5A পাওয়া যাবে ১৪৯৯ টাকায়, যার সর্বোচ্চ মূল্য ছিলো ২৭৯৯ টাকা। Redmi Buds 5C পাওয়া যাবে ১৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৩৪৯৯ টাকা। POCO Pods পাওয়া যাবে ১১৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ১৯৯৯ টাকা। এ ছাড়াও Redmi Watch 5 Active পাওয়া যাবে ২৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৪৪৯৯ টাকা এবং Redmi Watch 5 Lite পাওয়া যাবে ৪৪৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৬৪৯৯ টাকা। 

অফারটি পেতে হলে গ্রাহককে শাওমির যেকোনো অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ার (জি&জি) এর যেকোনো আউটলেট থেকে শাওমি রেডমি নোট ১৪ সিরিজের যেকোনো ফোন কিংবা রেডমি ১৩ (৮+১২৮ জিবি) ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে হবে। 

স্টক থাকা সাপেক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহক উল্লেখিত মডেলের একটি ফোনের জন্য উল্লেখিত গ্যাজেটের যেকোনো একটি পণ্য ছাড়ে কেনার সুযোগ পাবেন।