News update
  • 2007 Project Set to Complete in 2025      |     
  • Canada, EU swiftly retaliate against Trump's steel, aluminum tariffs     |     
  • Report sensitive events responsibly: Police HQ urges media     |     
  • UN chief Guterres arriving Thursday with packed schedule     |     
  • Nylon net-fence along Sundarbans to stop man-tiger conflicts     |     

এক্সক্লুসিভ গিফট অফার সহ ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-13, 6:12pm

erwerwer-d0a76bf6c8216604285e5f44005a6dde1741867927.jpg




জাইসের ক্যামেরা ও আকর্ষণীয় ডিজাইনের ভিভো ভি সিরিজের পোর্ট্রেট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চ শেষে শুরু হলো প্রি-অর্ডার। মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করা এ স্মার্টফোনটি কিনলেই পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। সাথে আছে মোবাইল ইন্স্যুরেন্সের সুবিধাও। 

নতুন ফোনের প্রি-অর্ডার অফারে ভিভো দিচ্ছে রিরো ডব্লিউ১ প্রো (মূল্য ৪,৭৯৯ টাকা) ও পোস্ট কার্ড। এছাড়াও মোবাইল ইন্স্যুরেন্সের (মূল্য ১,৯৯৯ টাকা) সুবিধাটি পাওয়া যাবে সম্পূর্ণ এক বছরের জন্য। 

ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনটির প্রধান আকর্ষণ হল জাইসের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ব্যবহারকারীদের সুযোগ করে দিচ্ছে মোবাইলের মাধ্যমেই ডিএসএলআর ক্যামেরার মত প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফি উপভোগ করার। ফোনটির সামনে ও পেছনের সবগুলো ক্যামেরাতেই রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যার মধ্যে ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫" সুপার-সেন্সিটিভ বড় সেন্সর ব্যবহার করে অসাধারণ লাইট ক্যাপচার করতে সক্ষম। এছাড়াও এ ফোনের জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যা ২৩ মিমি, ৩৫ মিমি, অথবা ৫০ মিমি ফোকাল লেন্থে পোর্ট্রেট শট নেওয়ার সুযোগ দেয়। এর ফলে প্রতিটি ছবির জন্য পাওয়া যায় আরও প্রিমিয়াম ও প্রফেশনাল লুক। 

পাশাপাশি সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ভিভো ভি৫০ ফাইভ জি ফোনে নিশ্চিত করে রাতে তোলা কোনো ছবিও যেন থাকে স্পষ্ট এবং ঝকঝকে। ফোনের ক্যামেরায় রয়েছে এআই অরা লাইট পোর্ট্রেট, যা ১৪৩ গুণ আল্ট্রা-সফট ফিল লাইট ব্যবহার করে স্টুডিও-মানের লাইটিং নিশ্চিত করে। এছাড়া এতে রয়েছে ফোর কে ভিডিও রেকর্ডিং, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার, যা প্রতিটি ছবি এবং ভিডিওকেই বিশেষ করে তোলে।

ক্যামেরা নিয়ে সুনাম ছাড়াও ডিজাইনের দিক থেকেও ফোনটি একেবারে আলাদা। এর আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন দেয় ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি। স্ট্যারি ব্লু এবং স্যাটিন ব্ল্যাক, এই দুই প্রিমিয়াম রঙে এসেছে স্মার্টফোনটি। যেখানে স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। ফলে খালি চোখেই থ্রিডি ইফেক্ট তৈরি করে। আর স্যাটিন ব্ল্যাক রঙটি যেন আভিজাত্যের প্রতিচ্ছবি। 

এছাড়াও ভিভো ভি৫০ ফাইভ জি ফোনে রয়েছে শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি এবং অত্যন্ত দ্রুতগতির ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করে। আর ১০ মিনিট চার্জ দিলেই কথা বলা যায় ৬ ঘণ্টা পর্যন্ত। 

ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপে ৬২,৯৯৯ টাকায় প্রি-অর্ডার করা যাবে ফোনটি।