News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২ ও রিভো ইলেকট্রিক বাইক জেতার অনন্য সুযোগ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-20, 7:36am

img_20250320_073009-710ffea19627ecb77495bedd4c8b67b91742434594.png




আর মাত্র কয়েকদিন পর এ দেশের মানুষ উদযাপন করবে মুসলিমদের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ। ঈদ মানেই আনন্দ; আর সে আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ঈদ উদযাপনের এই আনন্দ বহুগুণে বাড়িয়ে তুলতে, স্মার্টফোন উদ্ভাবনে গ্লোবাল শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো আকর্ষণীয় ঈদ অফার নিয়ে এসেছে। এই ঈদে টেকনো’র বেশ কিছু স্মার্টফোন অবিশ্বাস্য মূল্যে পাওয়া যাবে। এছাড়া, ফোন কিনলেই থাকছে আকর্ষণীয় উপহার। 

টেকনো’র ক্যামন এবং স্পার্ক সিরিজ ইতোমধ্যে এর সেরা দামে সেরা ফিচার ও ডিউরেবিলিটি দিয়ে গ্রাহকদের মধ্যে সুনাম অর্জন করেছে। বিশেষ করে, এই ব্র্যান্ডের ক্যামন ৩০ (১২জিবি), ক্যামন ৩০এস, স্পার্ক ৩০ এবং স্পার্ক ৩০সি ডিভাইসগুলো বেশ জনপ্রিয়। টেকনো’র সাথে “ঈদের খুশি জমবে বেশি” ট্যাগলাইনে আসন্ন ঈদ উপলক্ষে এই ফোনগুলোর যেকোনো একটি ফোন ক্রয় করলেই পাওয়া যাবে আকর্ষনীয় উপহার এর মধ্যে থাকছে রিভো ইলেকট্রিক বাইক, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২, ফ্যান্টম ফ্লিপ অথবা নগদ সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জয়ের সুযোগ। 

৭ মার্চ থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। উল্লেখ্য, একটি মোবাইল নম্বর দিয়ে একবারই পুরস্কার জেতা যাবে।  

উপহার জেতার এই দৌড়ে অংশগ্রহণ করতে, আপনার পছন্দের স্মার্টফোনটি কিনুন এবং রিটেইল কোড সংগ্রহ করুন। এরপর, ‘TECNO<space>IMEI1<space>RetailCode’ (টেকনো<স্পেস<আইএমইআই১<স্পেস<রিটেইল কোড) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর সাথে সাথেই ক্রেতাকে রিপ্লাই এর মাধ্যমে পুরস্কার সম্পর্কে অবহিত করা হবে। অফারটি পেতে বিক্রেতাকে এসএমএসটি দেখিয়ে উপহার বুঝে নিতে পারবেন।

এই ঈদকে আনন্দময় ও স্মরণীয় করে রাখতে এখনই আপনার নিকটস্থ টেকনো আউটলেট ভিজিট করুন।