News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

উৎক্ষেপণের ৩০ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়লো জার্মান রকেট

ডয়চে ভেলে বিজ্ঞান ও প্রযুক্তি 2025-04-01, 7:32am

ewrewrew-9ec2a1674b0cdcd5fd0918772a026a571743471155.jpg




উৎক্ষেপণের মুহূর্তের মধ্যে ভেঙে পড়লো ইউরোপ থেকে পাঠানো প্রথম অরবিটাল রকেট। রোববার নরওয়ে থেকে উৎক্ষেপিত হয় মহাকাশযানটি।

রকেটটির নির্মাতা জার্মান স্টার্টআপ সংস্থা ইসার এয়ারোস্পেস এই উৎক্ষেপণকে সফল বলে অভিহিত করে।

একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপ মহাদেশের মাটি থেকে প্রথম কোনো বাণিজ্যিক রকেট নির্মাতা উৎক্ষেপণের চেষ্টা করলো। ৩০ সেকেন্ডের মধ্যেই তার সলিল সমাধি হলেও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের উদ্দেশ্য ছিল যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা এবং তাতে তারা সফল হয়েছে।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় নরওয়ে থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটিকে। ইসার এয়ারোস্পেস একে সফল উৎক্ষেপণ বলে চিহ্নিত করে। তার ঠিক ৩০ সেকেন্ড পরেই নিয়ন্ত্রিত গতিতে সমুদ্রে ভেঙে পরে রকেটটি।

কোম্পানির সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল মেটস্লার বলেন, আমাদের প্রথম উৎক্ষেপণের চেষ্টা আমাদের নিরাশ করেনি। আমরা দারুণ সফল। এই রকেট উৎক্ষেপণ যানটি ২৮ মিটার লম্বা। এর ব্যাস দুই মিটার। এটি ৭০০ থেকে এক হাজার কেজির যানকে মহাকাশে নিয়ে যেতে পারে।

মিউনিখের ইসার এয়ারোস্পেস ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশেষজ্ঞদের মতে এটি ইলন মাস্কের স্পেসএক্স এবং জেফ বেজোর ব্লু অরিজিনের ইউরোপীয় প্রত্যুত্তর।

ইউরোপের মহাকাশ গবেষণা মহাকাশ যাত্রার ক্ষেত্রে ইউরোপ আমেরিকা, ভারত বা চীনের থেকেও পিছিয়ে আছে।

জার্মান এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশনের মেরি-ক্রিস্টিন ভন হান সংবাদসংস্থা ডিপিএ কে জানান, রোববারের এই উৎক্ষেপণ জার্মান মহাকাশ গবেষণার নিরিখে খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জার্মানিতে নির্মিত এই রকেট উৎক্ষেপণ আমাদের অনেক তথ্য সরবরাহ করেছে। এই তথ্য আমাদের কাজে লাগবে। ইউরোপের মহাকাশ গবেষণার জন্য তিনি অন্যান্য সংস্থাকে অর্থ বিনিয়োগ করর জন্য বলেন। তিনি এও জানান ইলন মাস্কের স্টারলিঙ্কের বিকল্প থাকা প্রয়োজন।আরটিভি