News update
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     
  • IMF Forecasts Bangladesh GDP to Rebound to 4.7% in FY26     |     

আল্ট্রা স্লিম ডিজাইনে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারির ভিভো ভি৫০ লাইট

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-04-11, 12:18pm

5t43543543-2731d5e885bd050c6f6543c0b9cf66ef1744352328.jpg




স্লিম ডিজাইন থাকার পরেও শক্তিশালী ব্যাটারির একটি স্মার্টফোন পেলে কে না খুশি হয়? ফোন ব্যবহারকারীদের চলার পথে সুবিধা ও সাচ্ছন্দ্য দিয়ে খুশি করতেই নতুন উদ্যমে প্রস্তুত ভিভো। স্মার্টফোনের জগতে নতুন আলোড়ন সৃষ্টি করতে ভিভো নিয়ে আসছে ৭.৭৯ মিমি আলট্রা স্লিম ডিজাইনের শক্তিশালী স্মার্টফোন, ভিভো ভি৫০ লাইট। 

নতুন এ ফোনে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, যা স্লিম ও কমপ্যাক্ট ডিজাইনেও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এতে উন্নত সিলিং প্রযুক্তি ও শক্তি ধরে রাখার ক্ষমতা থাকার কারণে নিশ্চিন্তে স্ট্রিমিং ও গেমিং করেও প্রিয়জনদের সাথে কানেক্টেড থাকা যায়। 

শুধু তাই নয়। দীর্ঘ সময় ধরে চার্জ দেওয়ার বিরক্ত অনুভূতি থেকেও ব্যবহারকারীদের মুক্তি দিবে ভিভো ভি৫০ লাইট। এতে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং সুবিধা ও অনেকটা সময় চার্জ ধরে রাখার ক্ষমতা থাকায় আপনাকে হরহামেশাই বহন করতে হবে না চার্জার কিংবা পাওয়ার ব্যাংক। 

পাশাপাশি ভাবুন তো, কেমন হয় যদি শক্তিশালী ব্যাটারির সাথে দেখতেও ফোনটি হয় আকর্ষণীয়? ভিভো ভি৫০ লাইট দিচ্ছে এরকমই আকর্ষণীয় লুক। এর টাইটানিয়াম গোল্ড সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা, যা ফোনে আভিজাত্য ফুটিয়ে তোলে ও প্রিমিয়াম ফিনিশ প্রদান করে। এভাবেই ইউনিক রঙ, হাই গ্লস মেটাল ফ্রেম এবং ৭.৭৯ মিমি স্লিম ডিজাইনের কারণে স্টাইলের দিক থেকে এটি রাখছে না কোনো অপূর্ণতা। 

এছাড়াও এর ১৯৬ গ্রাম ওজন ফোনটিকে করে তুলেছে অত্যন্ত হালকা এবং আরামদায়ক। এমনকি এ ফোনটি একটি ঘড়ি, বালা কিংবা ফাউন্টেইন কলমের থেকেও স্লিম হওয়ার কারণে সহজেই জায়গা হয়ে যায় যেকোনো ব্যাগ কিংবা পকেটে। 

ভিভো ভি৫০ লাইটে আরও রয়েছে ৬.৭৭ ইঞ্চি বড় ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ আল্ট্রা ভিশন অ্যামোল্ড পাঞ্চ-হোল ডিসপ্লে, যা দ্রুত এবং মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। ফলে চোখের সুরক্ষা দিতেও সক্ষম এ ফোন। 

ফোনটি হাতের মুঠোয় পেতে স্মার্টফোনপ্রেমীদের আর অপেক্ষা করতে হবে না বেশিদিন। খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে ভিভোর নতুন এ আল্ট্রা স্লিম এবং শক্তিশালী ফোন। টাইটানিয়াম গোল্ড ছাড়াও ফ্যানটম ব্ল্যাক রঙে পাওয়া যাবে ভিভো ভি৫০ লাইট।