News update
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     

সনি সেন্সরের ম্যাজিক এখন ভিভো ভি৫০ লাইটে - থাকছে নিশ্চিত উপহার

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-04-24, 8:48pm

rterere-abd322a7d3d6a949a1e909e35a5dc9a71745506091.jpg




স্লিম ডিজাইন ও দুর্দান্ত পারফরম্যান্স যারা একসাথে হাতের মুঠোয় চান, তাদের জন্যই ভিভোর ভি সিরিজের নতুন সংযোজন ভি৫০ লাইট। হোক ফটোগ্রাফি, ভিডিও স্ট্রিমিং অথবা গেমিং, সারাদিনের চার্জ ব্যাকআপ দিতে তৈরী নতুন ফোনটি। স্টাইলের ক্ষেত্রেও একদম এক্সক্লুসিভ ভি৫০ লাইট। ২৪ এপ্রিল থেকে শুরু হলো শক্তিশালী ফোনটির ফার্স্ট সেল, সাথে থাকছে নিশ্চিত পুরষ্কার।

ভিভো ভি৫০ লাইট স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সর, যা দিয়ে প্রতিটি ছবি হয় আরও জীবন্ত ও স্পষ্ট। এর পাশাপাশি অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে আলো শনাক্ত করে, কম আলোতেও দেয় স্টুডিও-গ্রেড ছবি। এছাড়াও, ফোনটির দ্বিগুণ গোল্ডেন পোর্ট্রেট ফিচার ছবিতে এনে দেয় স্নিগ্ধ সোনালি আভা। ভিভো ভি৫০ লাইটে আছে ৩২ মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা। যা, উন্নত সফটওয়্যার দ্বারা প্রতিটি সেলফিকে করে আরও মসৃণ ও প্রফেশনাল। আরও আছে দ্বিগুণ জুম ফিচার। ফলে, প্রয়োজনীয় ডিটেইল এখন ধরা যাবে আরও কাছ থেকে। তাছাড়াও ছবির মানকে ইনহ্যান্স করতে আছে এআই স্টুডিও। ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু যাদুর মতো সরাতে সাহায্য করবে এআই ইরেজ ২.০। তাই ছবি হবে একদম মনের মতো।

স্লিক স্টাইল ও আরামের দুর্দান্ত সমন্বয়ে তৈরী ভিভো ভি৫০ লাইট। মাত্র ৭.৭৯ মিমি পুরু ও ১৯৬ গ্রাম ওজনের এই ফোনটি হাতে নিয়ে আরামে চালানো যায় দীর্ঘক্ষণ। হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেম, সরু বেজেল আর ৬.৭৭ ইঞ্চির এফএইচডি+এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে প্রিমিয়াম লুকের পাশাপাশি নিশ্চিত করে আরামদায়ক ব্যবহার। ভিভো ভি৫০ লাইট পাওয়া যাচ্ছে দুটি ট্রেন্ডি কালার অপশনে— টাইটেনিয়াম গোল্ড ও ফ্যান্টম ব্ল্যাক।

এখন কমে যাবে চার্জের চিন্তা, দিন হবে আরও প্রোডাক্টিভ। কেননা, ভিভো ভি৫০ লাইটে আছে ৬৫০০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি, যা একবার চার্জেই নিশ্চিত করে সারাদিনের ব্যবহার। ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি মাত্র কয়েক মিনিটেই দ্রুত চার্জিং সুবিধা এনে দেবে, আর রিভার্স চার্জিং ফিচারের ফলে প্রয়োজন হলে ফোনটি দিয়েই অন্যান্য ডিভাইস চার্জ দেওয়া যাবে, ফলে প্রয়োজন পড়বে না পাওয়ার ব্যাংকের।

ভিভো ভি৫০ লাইট-এ ইউটিউবে ২৭ ঘন্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা এবং ১০ ঘন্টার বেশি গেম খেলা যাবে। এছাড়া, ১% ব্যাটারিতে ২৬ মিনিট কথা বলা যাবে, যা প্রমাণ করে ফোনের দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতা। ভিভো ভি৫০ লাইট ৫ বছরে ৮০% পর্যন্ত ব্যাটারি সক্ষমতা ধরে রাখার নিশ্চয়তা দেয়, যা ফোনের টেকসই ব্যাটারি পারফরম্যান্সের ভিত্তি স্থাপন করে।

ভিভো ভি৫০ লাইটে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা, ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং শক্তিশালী শিল্ড গ্লাস, যা ২০% বেশি ধাক্কা সহ্য করতে পারে। আইপি ৬৫ সার্টিফিকেশন থাকায় ফোনটি পানি ও ধুলাবালিতেও নিরাপদ। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দিয়ে কাজ এবং গেমিং হবে দ্রুত ও মসৃণ।

আকর্ষণীয় নতুন এ ফোনটি পাওয়া যাবে দুটি ভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে—৮ জিবি+৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম সহ ১২৮ জিবি স্টোরেজের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩২,৯৯৯ টাকা। ফার্স্ট সেলের অফারে ভিভো ভি৫০ লাইট কিনলে থাকছে প্রায় ৩,৫০০ টাকার বিশেষ উপহার প্যাকেজ। অফারটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। উপহারে থাকছে রিরো এল১৮ টিডাব্লিউএস, রিরো প্রিমিয়াম গ্লাস এবং একটি এক্সক্লুসিভ পোস্টকার্ড। ফোনটি কিনতে ভিজিট করুন ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপে।