News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-04-30, 7:21pm

img_20250430_192013-33212af7a997dfcec84392f0ef2cf6ad1746019274.jpg




রবি গ্রাহকেরা এখন থেকে মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্স বা সরাসরি রিচার্জ ব্যবহার করে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন। এই সেবার মাধ্যমে সম্মানিত হজযাত্রীরা নিজস্ব রবি সিম ব্যবহার করে নির্বিঘ্নে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন।

সৌদি আরবে যাওয়ার আগেই বাংলাদেশ থেকে প্যাকটি চালু করতে পারবেন হজযাত্রীরা। ফলে সৌদি আরবে পৌঁছে বিদেশি সিম না কিনেই নির্বিঘ্নে রোমিং সেবা উপভোগ করতে পারবেন হাজীরা। 

সুবিধাজনক এই রোমিং প্যাকেজগুলো বাংলাদেশে কেনা হলেও এর মেয়াদ শুরু হবে সৌদি আরবে পৌঁছানোর পর। সেখানে গিয়ে রিচার্জ পয়েন্ট খোঁজার ঝামেলা কিংবা ভাষাগত সমস্যায় না পড়েই যাত্রীরা সহজে যোগাযোগ রাখতে পারবে প্রিয়জনের সাথে। 

রবি হজ রোমিং অফারে থাকছে বিভিন্ন ডাটা ও কম্বো প্যাক। মাত্র ১৪৬ টাকায় ৫০০এমবি ইন্টারনেট পাওয়া যাবে ১ দিনের জন্য। ৭ দিনের জন্য ৪জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ১০টি এসএমএস পাওয়া যাবে ৬৯৬ টাকায়। ১ হাজার ৭৯৮ টাকায় পাওয়া যাবে ১০জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ৩০টি এসএমএস, যার মেয়াদ  ৩০ দিন। ২০জিবি ইন্টারনেট, ৫০ মিনিট কল ও ৫০টি এসএমএসসহ প্যাকটি পাওয়া যাবে ৫০ দিনের জন্য,  ২ হাজার ১৯৮ টাকায়। ৪৫জিবি ইন্টারনেট, ২৫০ মিনিট কল ও ২০টি এসএমএসসহ ৬০ দিনের প্যাকটির মূল্য ৪ হাজার ৯৯৮ টাকা।

এছাড়াও রবি হজ রোমিং অফারে রয়েছে বিশেষ ভয়েস প্যাক। ১০০ মিনিট ভয়েস কল (যার মধ্যে রয়েছে সৌদি আরবের স্থানীয় কল, বাংলাদেশে কল, আন্তর্জাতিক কল ও ইনকামিং কল) ব্যবহার করা যাবে ৪০ দিনের জন্য। এই ভয়েস প্যাকটির মূল্য ১ হাজার ৩৯৬ টাকা।

আরও বিস্তারিত জানতে +8801819232477‬ নাম্বারে কল করতে পারেন গ্রাহকরা।