News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

উন্নত গেমিং অভিজ্ঞতা দিতে বাজারে আসছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-07-03, 7:45pm

img_20250703_194400-cd37775505c8d4de4ecae2f1648f191d1751550358.jpg




গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস এই জুলাইয়ে তরুণদের চাহিদার কথা মাথায় রেখে বাজারে আনতে যাচ্ছে নতুন দুটি স্মার্টফোন। দুর্দান্ত গতি, বুদ্ধিমান সফটওয়্যার ও সারাদিনের পারফরম্যান্সের সঙ্গে ফোনগুলোতে থাকছে এই ক্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ব্যাটারি। দ্রুতগতির জীবনের সাথে তাল মিলিয়ে চলতে বর্তমান প্রজন্মের চাহিদা ল্যাগ-ফ্রি গতি, শক্তিশালী পারফরম্যান্স ও চোখ ধাঁধানো ফটোগ্রাফি। তাই ফোনটিতে থাকছে দিনের বেলায় প্রাকৃতিক সেলফি ও রাতে আলট্রা-ক্লিয়ার গ্রুফির জন্য ফ্ল্যাগশিপ-গ্রেড ডুয়াল ক্যামেরা ।

সবকিছু মিলিয়ে ওয়ানপ্লাস তরুণদের একটি হাতের মুঠোয় থাকা একটি পাওয়া হাউজ উপহার দিতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে ওয়ান প্লাস নর্ড ৫ সিরিজের অফিসিয়াল লঞ্চ ইভেন্টের জন্য প্রযুক্তিপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ৯ জুলাই, ২০২৫-এ অনুষ্ঠিত হতে যাওয়া ইভেন্টটিতে প্রযুক্তির সীমানাকে নতুনভাবে নির্ধারণ করতে ডিজাইন করা পরবর্তী প্রজন্মের এই ডিভাইসগুলো উন্মোচন করা হবে। 

এই সিরিজের নেতৃত্ব দিচ্ছে নর্ড সিরিজের প্রথম ডিভাইস ওয়ান প্লাস নর্ড ৫। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রগন® ৮ এস জেন থ্রি মোবাইল প্ল্যাটফর্ম। সাথে থাকছে একটি ফ্ল্যাগশিপ কাইরো সিপিইউ, ৪ ন্যানোমিটার আর্কিটেকচার ও রিয়েল-টাইম রে ট্রেসিং-এর মত এলিট গেমিং ফিচার। এছাড়াও ফোনটিতে থাকছে এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম ও সেরা মানের থার্মাল কুলিং সিস্টেম যা একসঙ্গে গেমপ্লে করে তুলবে অত্যন্ত স্মুথ। পাবজি ও কল অফ ডিউটি মোবাইল-এর মত গেমগুলো সর্বোচ্চ ১৪৪ ফ্রেম পার সেকেন্ড রেজুলেশনে খেলা যাবে। ফটোগ্রাফিতেও থাকছে এক নতুন চমক। ডুয়াল ফ্ল্যাগশিপ-গ্রেড সেন্সরের প্রাকৃতিক সেলফি ও আলট্রা-ক্লিয়ার রাতের ছবিতে প্রো-লেভেলের কনটেন্ট তৈরি হবে সরাসরি হাতের মুঠো থেকেই।

তবে ওয়ানপ্লাস একটি ডিভাইসেই থেমে থাকছে না। প্রযুক্তিপ্রেমীদের দুটি পারফরম্যান্স চ্যাম্পিয়ন ডিভাইসের জন্য প্রস্তুত থাকতে হবে যেগুলো ডিজাইন ও পাওয়ার  দুই দিক থেকেই প্রত্যাশার চেয়েও বেশি কিছু দেবে। ওয়ান প্লাস নর্ড সিই ৫ ডিভাইসটি আরও বেশি ব্যবহারকারীর জন্য ফ্ল্যাগশিপ সুবিধা নিয়ে এসেছে। ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম। এর বিশাল ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি তিন দিনের চার্জিং ব্যাকআপ দেয়। ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ব্যাটারি হেলথ ম্যাজিক ফিচার দীর্ঘ সময়ের জন্য ব্যাটারির দক্ষতা ধরে রাখবে। এটি গেমার ও পাওয়ার ইউজারদের জন্য এক আদর্শ পছন্দ।

নর্ড ৫ ও নর্ড সিই৫ সাহসী ও আধুনিক ডিজাইন ল্যাংগুয়েজে তৈরি করা হয়েছে। মার্বেল অনুপ্রাণিত টোন থেকে শুরু করে হালকা আলো প্রতিফলিত করা ফিনিশ-সহ এই ডিভাইসগুলো দেখেই চমকে উঠবে সবাই। যারা এক ডিভাইসেই অনেককিছু চান, তাদের জন্য আদর্শ হতে যাচ্ছে নর্ড সিরিজটি। 

নর্ড সিরিজের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আপনি কি প্রস্তুত আরও দ্রুত চলার, আরও দ্রুতগতির গেম খেলার, আরও পরিষ্কার ছবি তোলার জন্য? সময় হয়েছে নিজেকে আপগ্রেড করার, কারণ ওয়ানপ্লাস নিয়ে আসছে পুরো ইকোসিস্টেম অভিজ্ঞতায় আপগ্রেড – ওয়্যারেবল থেকে অডিও, ট্যাবলেট পর্যন্ত – যেগুলো তৈরি করা হয়েছে আপনার জীবনকে আরও সহজ করতে এবং কাজকে সংযুক্ত রাখতে।

আরও চমক পেতে চোখ রাখুন ওয়ান প্লাস বাংলাদেশের অফিসিয়াল চ্যানেলগুলোয়।