News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

বাংলাদেশে যাত্রা শুরু করলো ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-07-30, 8:40pm

img_20250730_203650-476397972a9dde2b2d62aa7fae4a7ab71753886425.jpg




ভিভোর ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০ প্রথমবারের মতো যাত্রা শুরু করলো বাংলাদেশে। তরুণদের অ্যাডভেঞ্চারাস ও ব্যস্ত জীবনধারায় ফটোগ্রাফি এবং স্টাইলের এক নতুন মাত্রা যোগ করেছে ফোনটি। যা হতে চলেছে ভ্রমণপ্রেমীদের জন্য পারফেক্ট স্মার্টফোন ক্যামেরা সলিউশন। 

ওয়াটার ডাইভেও ক্যামেরা অন

ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর আন্ডারওয়াটার ফটোগ্রাফির ক্ষমতা। কক্সবাজার ট্যুর বা ওয়াটার রাইডস এর ফান সবকিছুই ক্যাপচার করা যাবে, একদম নির্ভয়ে। কেননা ফোনটির আইপি ৬৯ রেটিং, আন্ডারওয়াটার ফটোগ্রাফিকে করে একদম সুরক্ষিত। তাই শখে হক কিংবা পেশা, সব পরিবেশেই পছন্দের মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে আর নেই কোনো বাঁধা। 

ক্যামেরার যাদুতে রঙিন সব শট

ফোনটির ক্যামেরা সেগমেন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকে সেন্সর ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।পানির নিচের ছবি তুলতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, আর ছবিগুলো ইনহ্যান্স করতে আছে উন্নত এআই ফিচারস।   

শেডেড কালারে স্টাইলিশ ডিজাইন 

ভিভো ওয়াই৪০০-এর ইউনিক ডিজাইন আর কালার অপশন একে করে তুলেছে নজরকাড়া। বিশেষ করে ডাইনামিক গ্রিন কালারটি আলোয় ঝলমল করে নানা শেডে, যা ফোনটিকে দেয় স্টাইলিশ গ্ল্যামার। সঙ্গে রয়েছে পার্ল হোয়াইট কালার অপশনও।

৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও পাতলা মেটালিক ফ্রেম ফোনটিকে দেয় প্রিমিয়াম লুক ও ফিল। বেজেললেস স্ক্রিন, ১২০ হার্জ রিফ্রেশ রেট আর ১৮০০ নিটস ব্রাইটনেস ফোনটিকে দেয় আরও ক্লিয়ার, আরও ব্রাইট ও ইনটেন্স ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।

ফ্ল্যাগশিপ ডুরাবিলিটি

ভিভো ওয়াই৪০০-এ আছে ফ্ল্যাগশিপ লেভেলের আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, যা ধুলাবালি ও পানির সুরক্ষায় একদম নিশ্চিন্ত করে তোলে। ২ মিটার গভীর পানিতেও ৩০ মিনিট পর্যন্ত ফোনটি নিরাপদ থাকে। মিলিটারি-গ্রেড টাফনেস এবং এসজিএস সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি নিশ্চিত করে কঠিন পরিবেশেও নির্ভরযোগ্য পারফরম্যান্স আর চোখের সুরক্ষা।

আলট্রা পাওয়ার, আলট্রা ফান

ফোনটিতে আছে ৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি ও দ্রুত চার্জিং এর জন্য ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। চার বছর পরেও ৮০% ব্যাটারি কর্মক্ষমতা বজায় রাখার গ্যারান্টি থাকায়, ব্যাটারি হেলথ নিয়ে টেনশন গন, ফান অন। স্মুথ পারফরম্যান্সের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। 

ভিভো ওয়াই৪০০ পাওয়া যাচ্ছে ২ টি স্টোরেজ অপশনে। একটি ৮ জিবি র‍্যাম ও ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামসহ ১২৮ জিবি রম, যার দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে একই র‍্যাম ক্যাপাসিটি নিয়ে ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্ট এর মূল্য ২৯,৯৯৯ টাকা। ফোনটি প্রি-অর্ডার করলেই থাকছে – এস৮০ পাওয়ার ব্যাংক, মানা বে টিকিট, ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল এর মত ২০,০০০ টাকার এক্সক্লুসিভ গিফট।