News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

আসছে ৪ কার্গো এলএনজি, রমজানে লোডশেডিং হবে না: বিদ্যুৎ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-03-03, 6:11am

img_20250303_060929-a81dbeb005a9b586e44c14a1aab37db31740960701.jpg




রমজানে লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২ মার্চ) আসরের নামাজের পর রাজধানীর সার্কিট হাউজ জামে মসজিদের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, রমজানে চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি রমজানে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না।

তিনি বলেন, আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে। আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করছি। এবারের রোজা কিছুটা গরমের মধ্যে পড়ছে। এ ছাড়া এ সময়ে সেচের জন্য অনেক বিদ্যুৎ ব্যবহার হয়। বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়।

ফাওজুল কবির খান বলেন, রোজায় শীততাপ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত আলোকসজ্জ্বার জন্য বিদ্যুৎ বেশি লাগে। এজন্য আমরা ইমাম সাহেব এবং মুসল্লিদের মাধ্যমে সবাইকে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার জন্য অনুরোধ জানিয়েছি। মালয়েশিয়াতেও এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে লাখতে বলা হয়েছে।

তিনি বলেন, বাসা-বাড়িতে যেন অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না হয়। শপিংমল ও জুয়েলারি শপে অতিরিক্ত আলোকসজ্জ্বা করা যাবে না। এজন্য আমি এবং আমার বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সহকর্মীরা সবার কাছে যাচ্ছি।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, বিদ্যুতের পাশাপাশি গ্যাসও চুরি হয়। সেজন্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি। বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা নিচ্ছি। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষ অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি