News update
  • UNRWA Commissioner-Gen. on Gaza: 800 starving people killed     |     
  • 150,000 Rohingya flee to BD amid renewed Myanmar violence     |     
  • Scrap trader hacked, stoned dead: 2 Jubo Dal men expelled      |     
  • Bonn Climate Talks Expose Urgent Gaps in Global Action     |     
  • Earth's rotation speeding up, making days slightly shorter     |     

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক বিনিয়োগ 2025-04-24, 6:52pm

54534523-0172458ab252d0bb2bb5a814346bf9bb1745499122.jpg




অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের ক্ষেত্রে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও এতে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনব্যাপী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, দেশের নিজস্ব সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রপ্তানিতে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দেশের ব্যবসায়ীদের জন্য রপ্তানি খরচ আরও হ্রাস পাবে।

তিনি আরও বলেন, রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি ব্যবসা সহজীকরণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ‘ন্যাশনাল সিঙ্গেল উইনডো’ চালুর মতো উদ্যোগ। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনার পথ খোলা আছে। যেকোনো সমস্যা সমাধান করা হবে। 

দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এখন সময়ের দাবি জানিয়ে তিনি বলেন, কিছু নির্দিষ্ট পণ্যের ওপর নির্ভরশীল থেকে বিশ্ববাজারে টিকে থাকা যাবে না। উদ্ভাবন ও নতুন বাজার অনুসন্ধানের ওপর জোর দিতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ইসিফোরজে প্রকল্পের পরিচালক আবদুর রহিম খান। 

এ সময় অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত এ দেশীয় প্রধান সুহাইল কাসিম, বেসরকারি খাত বিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস, আল নোকবা গ্রুপের সিইও সুলতান এম আলবিশি, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।আরটিভি