News update
  • Bangladesh Army takes 15 officers into custody     |     
  • DUCSU wants trial of all involved in enforced disappearances, killings     |     
  • ICT to Hear Hasina Crimes Against Humanity Case     |     
  • Army Detains 15 Officers Over War Crimes Warrants     |     
  • Machado dared to imagine a better world, worked tirelessly: Prof Yunus     |     

ক্ষতিগ্রস্ত সড়কের কারণে ভূমিকম্প দুর্গত আফগানিস্তানে উদ্ধার কাজ ব্যাহত

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-06-26, 7:40am




গত বুধবার, প্রাণঘাতী ভূমিকম্পের আঘাতে অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ব আফগানিস্তানে প্রাণে বেঁচে থাকা লোকজনের অনুসন্ধান কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

খোস্ত ও পাকতিকা প্রদেশে, ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১ হাজারের বেশি লোক নিহত ও ১ হাজার ৬শর বেশি লোক আহত হয়েছেন।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, গতকাল শুক্রবার ভূমিকম্প পরবর্তী কম্পনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, লোকজনের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকম্প পরবর্তী ৭২ ঘন্টা ইতোমধ্যে পেরিয়ে গেছে।

খোস্ত প্রদেশের কর্মকর্তারা এনএইচকে জানিয়েছেন যে, এপর্যন্ত ৩শটি ভবনে অনুসন্ধান চালানো হলেও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

বর্তমানে তালিবান, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সরবরাহ করতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছে।

জাপান সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কম্বল, পানির ট্যাংক ও অন্যান্য জরুরি সরবরাহ প্রেরণ করছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।