News update
  • Met office issues heat wave alert for next 72 hours     |     
  • Rain expected in CTG, Sylhet within 24 hours     |     
  • MV Abdullah leaving UAE for Bangladesh today     |     
  • Hamas, studying new Israeli truce proposal, puts out hostage video     |     
  • Son held for killing mother over marriage plea in Chandpur     |     

ইংল্যান্ডের বিস্তৃত অঞ্চলে খরার ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-08-14, 8:10am

20220813_02_1149299_l-1-2d0f68f430259e695b3b1622ae5b8ab61660443037.jpg




ব্রিটিশ সরকার, অব্যাহত তাপদাহের মাঝে ইংল্যান্ডের বিস্তৃত অঞ্চলে খরা ঘোষণা করেছে। কর্মকর্তারা এখন, পানি ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপের বিষয় বিবেচনা করছেন বলে জানান।

গত চার বছরের মধ্যে এই প্রথমবারের মত এইধরনের ঘোষণা দেয়া হল। উল্লেখ্য, খরা ঘোষিত অঞ্চলগুলোর মধ্যে লন্ডনও অন্তর্ভুক্ত রয়েছে। মূলত, ১৯৩৫ সালের পর থেকে ইংল্যান্ডে সবচেয়ে শুষ্ক জুলাই মাস রেকর্ড করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হল।

সম্প্রতি দেশব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহান্তে, রাজধানীর তাপমাত্রা আরও একবার ৩৫ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ-পশ্চিম লন্ডনের কিউতে অবস্থিত রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে পানি সাশ্রয় একটি প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থানটির, সামনের উদ্যানটি বাদামী রং ধারণ করেছে এবং সেখানকার গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।