News update
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইডালিয়া

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2023-08-31, 9:13am

01000000-0aff-0242-b601-08dba9697d2b_cx13_cy19_cw58_w408_r1_s-eb3ad48218595806fa72046b2f2987651693451620.jpg




হারিকেন ইডালিয়া বুধবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানে। এর আগে এটি ক্যাটাগরি ৩ ঝড়ে পরিণত হয়।

ঘন্টায় ১৯৫ কিলোমিটার বেগে হাওয়া এবং প্রবল বৃষ্টির কারণে নিচু এলাকার বাসিন্দারা বন্যাপ্লাবিত হবার হুমকির মুখে।

বহু উপকূলীয় শহরের রাস্তা পানিতে ডুবে যায়। ১ লক্ষ ৭০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝড়ের গতিপথের আটটি কাউন্টির মানুষকে কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে । আরও ১৪ টি অঞ্চলের মানুষকে সরে যেতে পরামর্শ দেয়া হয়।

উদ্ধার ও মেরামত প্রচেষ্টার প্রস্তুতির জন্য, প্রায় ৫,৫০০ ন্যাশনাল গার্ড সৈন্য এবং ৩০,০০০ এরও বেশি ইউটিলিটি কর্মী প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত নর্থ ক্যারোলিনা এবং সাউথ ক্যারোলিনা সহ এই রাজ্যগুলিতেও বন্যা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।