News update
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     
  • CPJ denounces Trump administration's action against AP     |     

ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীলঙ্কা

গ্রীণওয়াচ ডেক্স বিপর্যয় 2023-11-14, 6:25pm

resize-350x230x0x0-image-247885-1699963182-32ab7b100c544261042f0ac3837bed351699964752.jpg




৬ দশমিক ২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় আতঙ্কে স্থানীয়রা বাড়ি-ঘর থেকে বেরিয়ে আসেন। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কিছু অংশে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, শুধু শ্রীলঙ্কাই নয়, দক্ষিণ এশিয়ার দেশ ভারতও ভূমিকম্পে কেঁপেছে। দেশটির লাদাখের কার্গিল অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্পে কেঁপে ‍উঠে। ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য,গত ৩ নভেম্বর নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস