News update
  • Can tech offer a hope against soaring sexual violence in BD?     |     
  • Ensure speedy accountability for violence against children      |     
  • 3 weeks since Israel banned entry of supplies to Gaza     |     
  • Unified action sought to counter misinformation, disinformation      |     
  • Oleg Gordievsky, UK's most valuable spy inside KGB, dies     |     

সুন্দরবনে এখনও জ্বলছে আগুন, সকাল থেকে নেভানোর কাজ চলবে

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-03-23, 7:43am

img_20250323_074049-09f7ff9066b22257750fd1f55de2db271742694203.jpg




সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) জিউধারা স্টেশনের কলমতেজী ক্যাম্পের টেপারবিলে লাগা আগুন এখনও জ্বলছে। তবে রাতেও আগুন নেভানোর কাজ করেছে বন বিভাগ। 

রোববার (২৩ মার্চ) সকাল থেকে ফায়ার সার্ভিস পাইপ লাইন টেনে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম।

তিনি বলেন, বনের ৩ থেকে ৪ একর এলাকার লতাপাতা-গুল্মে আগুন ধরেছে। আগুনের যাতে বিস্তৃতি না ঘটে, সেজন্য ফায়ার লাইন কেটে ও স্বল্প পরিসরে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে বন বিভাগ। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম আগুন নেভানোর কাজ পুনরায় শুরু করবে।

আগুন এখনও জ্বলছে জানিয়ে বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, আপাতত আগুন লাগার কারণ নির্ণয় করা যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পরই কারণ উদঘাটনে তদন্ত কমিটি করা হবে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।

এর আগে শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আরটিভি