News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

দাবানলে পুড়ছে ইসরাইল, সহায়তার প্রস্তাব দিলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ!

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-05-01, 7:46pm

b90f116a76dd0199e5e39d91d1c2802199055bfbdfeb95c9-667f3321b511670d65380844f6d0d5a81746107207.jpg




ইসরাইল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে দাবানল। গেল সপ্তাহেও ভয়াবহ দাবানলের কবলে পড়ে ইসরাইল। সেই সময়ের মতো এবারও আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষকে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

ইসরাইল এখনও সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে। 

তবে অতীতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দলগুলো ইসরাইলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। 

এদিকে আগুন নেভাতে এরইমধ্যে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরাইল।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি এবং ক্রোয়েশিয়া তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শিগগিরই সেগুলো ইসরাইলের পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া গ্রীস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, ‘আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। সম্ভবত ইসরাইলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে, তা আরও দীর্ঘ সময় চলবে।’ সময়।