News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

পায়রা বন্দরের ১১০ কিমি দক্ষিন পশ্চিমে নিম্নচাপ, নিম্নাঞ্চল প্লাবিত

বিপর্যয় 2025-07-25, 11:40pm

low-lying-areas-around-payra-port-inaundated-by-unusual-tide-on-tursday-c2635ce1e7ba1096dadac9273b3584a81753465222.jpg

Low-lying areas around Payra Port inaundated by unusual tide on Tursday.



পটুয়াখালী: উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিনত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং দেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলায় ঝোড়ো হাওয়া  বইছে।  থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। দু'দফা জোয়ারে প্লাবিত হয়েছে বেঁড়িবাধের বাইরের নিম্নাঞ্চল। ভাঙ্গা বেঁড়িবাধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রাঙ্গাবালী উপজেলার অন্তত: ১০ টি গ্রাম।

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বিক্ষুব্ধ ঢেউ সৈকতে আছড়ে পড়ছে। নিম্নচাপটি শেষ বিকাল নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। তাই উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। - 

গোফরান পলাশ