News update
  • Bangladesh Lost $24B in 2024 as Extreme Heat Hits Economy     |     
  • Remittance Surpasses $10b in Four Months of FY 2025-26     |     
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     
  • Over 100 Killed in Brazil’s Deadliest Rio Police Raid     |     
  • Alphabet Tops $100 Billion Quarter as AI Drives Surge     |     

সেপ্টেম্বর ২৯-৩০ দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট দুবাই ২০২১

বিবিধ 2021-09-19, 12:08pm

দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট দুবাই ২০২১



বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল দুবাইতে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট-২০২১’। এবারের সামিটের মূল বিষয়বস্তু হচ্ছে ‘কানেক্ট ইয়োর বিজনেস’।

এই সামিট বাংলাদেশের উদ্যমী শিল্পোদ্যোক্তা-ব্যবসায়ী এবং জাতীয় উন্নয়ন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসছে। প্রবাসে অবস্থানকারী বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা-ব্যবসায়ী যাঁরা এনআরবি হিসেবে খ্যাত তাঁরাসহ বিভিন্ন দেশের উদ্যোক্তারাও যোগ দিচ্ছেন এই সামিটে। বাংলাদেশ থেকে বৃহৎ শিল্প গ্রুপসহ অসংখ্য উদ্যোক্তা-ব্যবসায়ী এতে অংশ নিচ্ছেন তাদের পণ্য এবং প্রজেক্ট নিয়ে। এই সামিটের সুবাদে বিশ্বের উদ্যোক্তা সমাজ বাংলাদেশের পণ্য এবং এখানকার বিনিয়োগ অবস্থা সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং দ্বিপক্ষীয় অনেক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন দুবাই সামিটে বাংলাদেশও তার অর্থনৈতিক শক্তি ও সামর্থ্য সম্পর্কে উপলব্ধি ও মূল্যায়ন করতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা-ব্যবসায়ী যাঁরা দেশকে গভীরভাবে ভালোবাসেন, দেশের উন্নয়ন আশা করেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বপ্ন দেখেন, তাঁরাই উদ্যোগ নিয়েছেন ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট দুবাই-২০২১’ আয়োজনের। বিশেষ করে এনআরবি সিআইপিগণই এর মূল উদ্যোক্তা। বর্তমান সরকার বিদেশে অবস্থানকারী ভালো উদ্যোক্তাদের ‘সিআইপি’ সম্মানে ভূষিত করেছে। এই এনআরবি সিআইপিগণ বিশ্বের বিভিন্ন দেশে সাংগঠনিকভাবে সংগঠিত হয়েছেন। তাঁরা চিন্তাভাবনা করছেন- কীভাবে বাংলাদেশে অধিক বিনিয়োগ করা যায়, কীভাবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায়।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে ৩০ লক্ষাধিক মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ উদযাপন করছে সুবর্ণজয়ন্তী উৎসব। একই সঙ্গে বছরটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। এ দু’টি মহৎ উদযাপনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা-ব্যবসায়ীদের দেশপ্রেম ও আন্তরিকতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট দুবাই-২০২১’। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে অনন্য উচ্চতায়। বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নত অবকাঠামো দেখে বিশ্ববাসী এখন অবাক। পদ্মা সেতুর মতো বিশাল স্থাপনা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকায় মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা দেখে বিশ্বের অনেকেই বিস্মিত হচ্ছে।

দেশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেশ কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থাৎ এনজিও/এমএফআই দেশকে উন্নতির দিকে নিয়ে চলেছে, তেমনই বিদেশে অবস্থানকারী এনআরবিগণও ঠিক এ ধরনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন ও ‘বিজনেস আমেরিকা ম্যাগাজিন’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট দুবাই-২০২১’ নিয়ে ইতোমধ্যে দেশে-বিদেশে বাংলাদেশি উদ্যোক্তা-ব্যবসায়ীরা তো বটেই, প্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যেও সাড়া জাগিয়েছে।

দুবাই বিজনেস সামিটে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি লিডিং ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ম্যাগাজিনে বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন উদ্যোগ এবং ব্যবসার চালচিত্র উপস্থাপন করা হচ্ছে। দেশের অর্থনীতির উন্নয়ন অভিযাত্রায় দুবাই বিজনেস সামিট গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ সামিটের মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে।

বার্তা প্রেরক, সৈয়দা ফারিয়া রসুল, বিজনেস আমেরিকা ম্যাগাজিন, ঢাকা অফিস, +8801994606060