News update
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     

ভারতের আসাম বিধানসভার স্পিকারের নেতৃত্বে ৬২ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-11-19, 7:06pm

image-67192-1668859201-fdb6c90f7a844572f4faa517b08e6f7f1668863211.jpg




ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকারের নেতৃত্বে  ৩৩ বিধায়কসহ ৬২ জনের একটি দল আজ বাংলাদেশে এসেছেন।

শনিবার  বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা এই দেশে প্রবেশ করেন।

ভারতের আসাম রাজ্যের বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি সাংবাদিকদের জানান, আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকায় আসছেন তারা। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানবেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। একইসঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া বিধায়করা রাঙামাটি জেলার একটি গ্রামে যাবেন, যেখানে অসমিয়া লোক বসবাস করেন। আসাম বিধায়ক প্রতিনিধি দলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। এরপর প্রতিনিধি দলটি খাগড়াছড়ি যাবে। সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সফর শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধি দলটি ঢাকা ছাড়বে। তথ্য সূত্র বাসস।