News update
  • Bangladesh ranks 141 out of 164 on the Freedom Index     |     
  • Dr. Zafrullah Chowdhury recalled as strong voice against injustice     |     
  • 5-member probe body formed over Faridpur road crash     |     
  • “Police, BRTA can’t avoid responsibility for Faridpur road crash”     |     
  • 4 dead, 19 missing after boat capsizes in Indian Kashmir     |     

পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-01-15, 9:54am

resize-350x230x0x0-image-207362-1673728238-0a2428c695f9af2cad148aeb986076541673754896.jpg




পৃথিবীর মত দেখতে আরও একটি গ্রহের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা জানায়, পৃথিবী থেকে প্রায় শতকোটি আলোকবর্ষ দূরে টিওআই-৭০০ গ্রহটিতে তাপমাত্রা ও পানি আছে, যা প্রাণ বিকাশে উপযোগী।

নাসার বিজ্ঞানীরা দাবি করছেন, টিওআই আকারে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ। তবে এটি নিজের কক্ষপথে ঘুরতে ২৮ দিন সময় নেয়, যেখানে পৃথিবীর সময় নেয় ৩৬৫ দিন।

নাসার বিজ্ঞানীরা আরও দাবি করছেন, পৃথিবীর মত বাসযোগ্য এমন গ্রহের আবিষ্কার একটি মাইলফলক হয়ে থাকবে।

এর আগে ২০২০ সালে পৃথিবীর মত দেখতে টিএএসএস অন্য একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহ আবিষ্কার করেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল)।

নাসা জানায়, টিওআই-৭০০ গ্রহটি পৃথিবী থেকে প্রায় ১০০ আলোকবর্ষ দূরের ডোরাডো নক্ষত্র পুঞ্জের একটি শীতল তারকাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।