News update
  • National Consensus Commission term extended till October 15     |     
  • EU Helping BD prepare for free, fair elections: Envoy Miller     |     
  • Chandpur’s century-old municipal clinic closes: Poor in peril     |     
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     

মায়ের হাসি স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

বিবিধ 2021-10-23, 5:00pm

Ahsania Mission



২১ অক্টোবর ২০২১ তারিখে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর এর নতুন উদ্যোগ মায়ের হাসি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি জনাব কাজী রফিকুল আলম, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক জনাব ডা. এস. এম. খলিলুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ। শহরের দরিদ্র জনগোষ্ঠীকে মানসম্মত স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর মায়ের হাসি স্বাস্থ্য সেবা কেন্দ্র ঝাউচর, কামরাঙ্গিরচর, ঢাকা এলাকায় প্রতিষ্ঠা করেছে। মিশনের সভাপতি কাজী রফিকুল আলম তার বক্তব্যে বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য বিষয়ক দীঘ©©দিনের অভিজ্ঞতার আলোকে নিজস্ব অর্থায়নে এ সেবাকেন্দ্রটি পরিচালিত হবে। ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ বলেন, এই এলাকার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে মায়ের হাসি স্বাস্থ্যসেবা কেন্দ্রটি কাজ করবে। অনুষ্ঠানের সভাপতি উল্লেখ করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রযোজন হলে এ এলাকার জনগণের জন্য শিক্ষা বিস্তারের কাজ করবে। উদ্বোধনী আলোচনা অনুষ্ঠান শেষে ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি জনাব কাজী রফিকুল আলম ফিতা কেটে মায়ের হাসি স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। - প্রেস রিলিজ